অনলাইন
তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, ১০ জেলায় শৈত্যপ্রবাহ
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকাল ৬ টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশের ১০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই জেলাগুলো হলো-রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার। এই শৈত্যপ্রবাহ কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।
গত পরশুদিন থেকে তাপমাত্রা কিছুটা কমতে থাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। একই সঙ্গে বইছে হিমশীতল বাতাস। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
আবহাওয়া অধিদফতরের ওয়েবাসাইটে দেয়া বুলেটিনে বলা হয়, রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে ওই বুলেটিনে বলা হয়।
উল্লেখ্য, এর আগে গতকাল বৃহস্পতিবার নওগাঁর বাদলগাছি ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।