রাজনীতি
ফ্যাসিস্টদের পিএসসির সদস্য করা শহীদের রক্তের সঙ্গে বেইমানি: জামায়াত
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭:৫৫ অপরাহ্ন
আওয়ামী ফ্যাসিস্টদের বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হলে সরাসরি শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ দেয়ার জন্য প্রস্তাবিত যে সব নাম গণমাধ্যমে প্রচারিত হয়েছে তা দেখে জনগণ বিস্মিত। মাত্র কিছু দিন হল ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্তি লাভ করেছে। জনগণের প্রত্যাশা হল সৎ, যোগ্য ও দেশপ্রেমিক লোকদেরকে পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ দিয়ে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করা হবে। কিন্তু তার স্থলে ফ্যাসিবাদের দোসরদের গুরুত্বপূর্ণ পদে বসানোর যে উদ্যোগ নেয়া হয়েছে তা জনগণকে হতাশ করেছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রস্তাবিত তিন জনের একজন হলেন পতিত স্বৈরাচারের সরাসরি সুবিধাভোগী। আরেকজন আয়নাঘরের সঙ্গে সংশ্লিষ্ট ও নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন। তিনি আওয়ামী লীগের সুবিধা ভোগ করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। প্রস্তাবিত অপরজন শহীদ মুহাম্মাদ কামারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা সরকারের সাজানো মামলায় মিথ্যা সাক্ষ্য প্রদান করে বিচারিক হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে। এসব চিহ্নিত ব্যক্তিদেরকে পিএসসি-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হলে সরাসরি শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। অবিলম্বে এ সব ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত না করার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
ফ্যাসিষ্টদের সুযোগ/সুবিধা বন্ধ করে দিলে তো ধান্ধাবাজদের আয়/রোজগার হবেনা।