কলকাতা কথকতা
আজ মমতা মন্ত্রিসভার বৈঠক, পার্থকাণ্ডের পর ব্যাপক রদবদলের সম্ভাবনা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ১ আগস্ট ২০২২, সোমবার, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ অপরাহ্ন
দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করে। মন্ত্রী পদ খোয়া যায় তার। তারপর সোমবার মমতা বন্দোপাধ্যায়ের মন্ত্রিসভার বৈঠকে ব্যাপক রদ বদল হওয়ার সম্ভাবনা। নতুন মন্ত্রী হয়ে আসতে পারেন বাবুল সুপ্রিয় ও তাপস রায়। বাবুল সুপ্রিয় বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তৃণমূলে আসার পর তিনি জাতীয় মুখপাত্র হয়েছেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের পর একজন হেভিওয়েট মুখ দরকার মন্ত্রিসভায়। তাই, বাবুলের কথা ভাবা হয়েছে। তাপস রায় আগে মন্ত্রী ছিলেন। উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি হওয়ার জন্য তিনি মন্ত্রিত্ব ছাড়েন।এখন তিনি উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি নন।
বিজ্ঞাপন