বিশ্বজমিন
গাজায় আরেক জিম্মির মৃতদেহ উদ্ধারের দাবি ইসরাইলের
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন
গাজায় আরেক জিম্মির মৃতদেহ উদ্ধারের দাবি করেছে ইসরাইল। দেশটির সেনারা দাবি করেছে যে, উদ্ধারকৃত ওই মৃতদেহটি এক আরব বেদুইনের। যাকে ২০২৩ সালে জিম্মি করেছিল হামাস। এছাড়া জিম্মিদের আরও একজনকে হত্যা করা হয়েছে বলেও প্রমাণ রয়েছে ইসরাইলি বাহিনীর কাছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, গত মঙ্গলবার রাফার দক্ষিণাঞ্চলের একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয় ৫৩ বছর বয়সী ইউসুফ জায়াদনার মৃতদেহ। ইসরাইলি বাহিনীর দাবি অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল থেকে হামাসের যোদ্ধারা তাকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। ইউসুফের মৃত্যুতে তার ২২ বছর বয়সী ছেলের জীবনকে গুরুতর উদ্বেগের মধ্যে ফেলেছে বলে দাবি করেছে ইসরাইলি বাহিনী।