অনলাইন
চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া নথি উদ্ধার, গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
(১ সপ্তাহ আগে) ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৫৬ অপরাহ্ন
চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া বিভিন্ন মামলার ৯ বস্তা নথি (কেস ডকেট) উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক চা দোকানিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হত্যা, মাদক, চোরাচালান ও বিস্ফোরণসহ বিভিন্ন মামলার ১ হাজার ৯১১টি নথি গায়েবের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে নয় বস্তা নথি উদ্ধার করা হয়েছে।’ পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এর আগে বিভিন্ন মামলার ১ হাজার ৯১১টি নথি খোঁজ না পাওয়ায় গত ৫ জানুয়ারি নগরীর কোতোয়ালি থানায় জিডি করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভুঁইয়া।
জিডিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ে জায়গা স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় ১ হাজার ৯১১টি মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল। আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।