বিনোদন
ফের জুটিবদ্ধ ইয়াশ-তটিনী
স্টাফ রিপোর্টার
৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারঅনেক নাটকেই জুটি বেঁধে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন ইয়াশ রোহান ও তটিনী। এবার মারুফ হাসান সজীবের পরিচালনায় বছরের শুরুতেই ফের জুটিবদ্ধ হলেন তারা। নাটকের নাম ‘কাছাকাছি দুইজন’। ‘কাছাকাছি দুইজন’ নাটকের গল্প ও চিত্রনাট্য পরিচালকের। ইয়াশ বলেন, খুব ভালো গল্প। কাজ করে ভালো লেগেছে। আশা করছি, নাটকটি মুক্তি পেলে দর্শকদেরও ভালো লাগবে।