বিনোদন
সমালোচনার জবাব
বিনোদন ডেস্ক
৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবারসিডনি টেস্ট থেকে সরতেই ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মাকে নিয়ে আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী বিদ্যা বালান। সেখানে তিনি লিখেন, রোহিত শর্মা, কী দারুণ একজন সুপারস্টার। বিরতি নিতে সাহস লাগে। আরও অনেক সাহস, মনের জোর বাড়ুক। ‘ভুল ভুলাইয়া’ খ্যাত অভিনেত্রী এই পোস্ট করতেই অনেকে কমেন্ট সেকশনে এসে তার সমালোচনা শুরু করেন। অনেকেই বলতে থাকেন অভিনেত্রীকে দিয়ে রোহিত নিজের প্রচার করাতে এটা লিখিয়েছেন। এবার তার জবাব দিলো বিদ্যা বালান। অভিনেত্রীর টিমের পক্ষ থেকে বলা হয়, বিদ্যা বালানের টুইট নিয়ে সম্প্রতি কিছু ধারণা তৈরি হয়েছিল মানুষের মধ্যে। সেখানে তিনি রোহিত শর্মার প্রতি তার মুগ্ধতা প্রকাশ করেছেন। খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে শেষ টেস্ট ম্যাচ থেকে সরার জন্যই তিনি সেই মুগ্ধতা প্রকাশ করেছেন। এই পোস্টে আরও লেখা হয়, এ বিষয়ে স্পষ্ট করে দেয়া উচিত, পোস্টটি বিদ্যা বালান রোহিতের নিঃস্বার্থ পদক্ষেপ দেখে মুগ্ধ হয়ে নিজেই লিখেছেন। রোহিতের টিমের অনুরোধে নয়। বিদ্যা বালান খেলার খুব ভক্ত নন, কিন্তু যারা মাথা উঁচু করে চলেন নিজের ক্লাস বজায় রেখে তাও কঠিন পরিস্থিতিতে; তিনি তাদের অনুরাগী। উনি যেটা করেছেন সেটা স্রেফ তার মুগ্ধতা থেকে করেছেন, অন্য কিছু নয়।