বিনোদন
আসছে হান্নানের অ্যালবাম
স্টাফ রিপোর্টার
৬ জানুয়ারি ২০২৫, সোমবারগেল বছর জুলাইয়ের গণঅভ্যুত্থানে সারা দেশ যখন উত্তাল, সে সময় প্রেরণা ও সাহস যুগিয়েছিল ‘আওয়াজ উডা’ গানটি। তরুণ র্যাপার হান্নানের এই গানটি রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল দেশ জুড়ে। এবার জানা গেল, শিগগিরই আসছে হান্নানের প্রথম একক অ্যালবাম। এর আগে একাধিক মিক্সড অ্যালবামে গান করলেও এই প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন তিনি। তবে অ্যালবামের নাম এখনো চূড়ান্ত করেননি।