বিশ্বজমিন
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা, সমর্থকদের বিক্ষোভ
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:০২ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তার করতে তার বাসভবনে পৌঁছেছেন দুর্নীতি তদন্ত অফিসের কর্মকর্তারা। এ ঘটনাকে কেন্দ্র করে বাসভবনের সামনে জড়ো হয়েছেন ইয়োলের সমর্থকরা। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বলা হচ্ছে, প্রেসিডেন্ট ইয়োল গ্রেপ্তার হলে এ ঘটনা হবে নজিরবিহীন। কেননা এর আগে দেশটিতে প্রেসিডেন্ট অবস্থায় কেউই গ্রেপ্তার হননি।
গণমাধ্যমটি বলছে, প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস (পিএসএস) তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশকে ভিতরে প্রবেশ করতে দেবে কি না সেটি এখনও স্পষ্ট নয়। কেননা ইয়োলের বাসভবনে তল্লাশি করার সময় তদন্তকারীদের প্রবেশে বাধা দিয়েছে পিএসএস। সেক্ষেত্রে এবার তারা প্রেসিডেন্টকে গ্রেপ্তারে বাধা দেয়ার চেষ্টা করবে কিনা সে বিষয়টি স্পষ্ট নয়।
প্রসঙ্গত গত ৩ ডিসেম্বর দেশে সেনা শাসন জারির ঘোষণার জন্যে ইয়োলের বিরুদ্ধে তদন্তে নেমেছে দেশটি। তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে তারা। এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে আকস্মিকভাবে সামরিক আইন জারির প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার জন্য দায়ী করা হচ্ছে ইয়োলকে। এদিকে তার আইনজীবী বলেছেন, বেআইনি পরোয়ানা কার্যকর বৈধ নয়। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, তদন্তকারী কর্মকর্তারা ইয়োলকে গ্রেপ্তারের পর সিউলের কাছে গোয়াচিওনে তাদের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে চান। গ্রেপ্তারি পরোয়ানার বিধি অনুসারে তাকে সেখানে ৪৮ ঘণ্টা রাখা হতে পারে। তাকে হাজতে নিতে আরেকটি পরোয়ানার প্রয়োজন হবে।