বিশ্বজমিন
যুক্তরাষ্ট্রে গাড়ি হামলায় নিহত ১৫
হামলাকারী সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য: এফবিআই
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে নববর্ষের উৎসবমুখর ভিড়ের মধ্যে গাড়ি দিয়ে হামলা চালিয়েছেন এক ব্যক্তি। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, বুধবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে নববর্ষের উৎসবে মেতে থাকা মানুষের ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়া হয়েছে। এতে আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। হামলার সঙ্গে আইসিসের (আইএসআইএস) সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এফবিআই তাকে জানিয়েছে যে- সন্দেহভাজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিও পোস্ট করেছেন তা মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর দ্বারা অনুপ্রাণিত। এই হামলার ঘটনায় নিহত পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন বাইডেন। প্রেসিডেন্টের রিট্রিট ক্যাম্প ডেভিডে বক্তৃতাকালে বাইডেন বলেছেন, নিউ অরলিন্সে যেসকল মানুষ প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা শোকাহত। ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, বুধবার লাস ভেগাসে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি হোটেলের বাইরে টেসলা সাইবারট্রাকের বিস্ফোরণের সঙ্গে এ হামলার কোনো সংযোগ রয়েছে কি না তা তদন্ত করছে কর্তৃপক্ষ। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে রিপোর্ট করার মতো কিছুই পাওয়া যায়নি। সন্দেহভাজন ব্যক্তির নাম শামসুদ্দিন জাব্বার। বুধবার এফবিআই জানিয়েছে যে, ৪২ বছর বয়সী ওই হামলাকারীর সঙ্গে অন্য কারও যোগসাজশ রয়েছে। তারা হামলায় ব্যবহৃত গাড়িতে আইসিসের পতাকা পেয়েছে।
শামসুদ্দিনের মধ্যে কি কোন ধরনের মানসিক চাপ বা ট্রমা ছিল, যা তাকে এই ধরনের হামলা চালাতে প্ররোচিত করল? অনেক সাবেক সামরিক কর্মকর্তার মধ্যে PTSD বা মানসিক চাপ দেখা যায়, যা উগ্রপন্থী কার্যকলাপে জড়িয়ে পড়ার একটি কারণ হতে পারে...
এই ধরণের কাজকে আমি ঘৃণা করি , তার উপযুক্ত শাস্তি চাই
আল্ কোরআনে একজন নিরপরাধ মানুষ হত্যাকে সমগ্র মানবজাতিকে হত্যার সাথে তুলনা করা হয়েছে, অথচ একদল মুসলিম ইসলামের নামে নিরপরাধ মানুষ হত্যা করে। এর চেয়ে জঘন্য কাজ আর কি হতে পারে?