ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

অর্পিতা-পার্থর ৯টি কুকুর, চারটি গাড়ি নিয়ে বিপাকে ইডি

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ৩১ জুলাই ২০২২, রবিবার, ১২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:০৬ অপরাহ্ন

mzamin

টলিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের অভিজাত আবাসন। এই আবাসনের ১৯তলার বাসিন্দারা কুকুরের ঘেউ ঘেউ ডাক শুনে অভ্যস্ত। ইডি’র হেফাজতে থাকা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পোষ্য এই সারমেয়গুলো। যতদিন পার্থ বাবু বাইরে ছিলেন, এদের দেখভালের কোনো অসুবিধা ছিল না। দু’জন হ্যান্ডলার আছেন কুকুরগুলো দেখার জন্য। মাইনে করা একজন ইন্সট্রাক্টর আছেন কুকুরদের বাইরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সমস্যা অন্যত্র। এই কুকুরগুলোর খাওয়ার খরচ কে দেবে? 

সকালে দুধ-পাউরুটি, দুপুরে মাংস-ভাত, বিকেলে চা আর ডগ বিস্কুট। রাতে খিচুড়ির খরচ কে  জোগাবে? মাসে খরচ বড়ো কম নয়। প্রায় চার লক্ষ টাকা।

বিজ্ঞাপন
প্রাক্তন মন্ত্রীর কুকুর বলে কথা। কিন্তু এই কুকুরের আর্তনাদে এখন অতিষ্ট সবাই। নিয়মিত খাবার পানীয় না পেয়ে কুকুরগুলোর অবস্থা সঙ্গীন।

ইডি’র কাছে একটি পশুপ্রেমী সংস্থা দরবার করেছে কুকুরগুলোকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সিজার লিস্টে কুকুর কখনও দেখাতে হয়নি ইডিকে। স্বাভাবিকভাবেই তারা বুঝে উঠতে পারছে না এই কুকুরগুলো নিয়ে তারা কি করবে। অত্যন্ত দামি কুকুর এগুলো। ১৯তলার অ্যাপার্টমেন্টে আছে ৯টি কুকুর, একটি রটউইলার, ইংলিশ এবং ফ্রেঞ্চ বুলডগ একটি করে, বিগল, পাগ এবং একটি ল্যাব্রাডোর। আছে দুটি গোল্ডেন রিট্রিভারও। এই সারমেয় বাহিনী নিয়ে ইডি রীতিমতো বিপাকে। কি করবে তারা ঠিকই করতে পারছে না। 

ডায়মন্ড সিটি সাউথের গ্যারেজে থাকা নিপাত্তা চারটি গাড়ি নিয়েও ইডি বিভ্রান্ত। গাড়িগুলো গ্যারেজ থেকে কে বা কারা নিয়ে গেল তা নিয়ে ধন্দে ইডি। এই চারটি গাড়ির মধ্যে একটি মার্সিডিজ, একটি অডি এবং দুটি হোন্ডা সিটি। মার্সিডিজ ও অডি নিয়ে পার্থ বাবু, অর্পিতা হাওয়া খেতে বেরোতেন। সব গাড়িরই মসলিক বকলমে পার্থ চট্টোপাধ্যায় বলে ইডি সূত্রে জানা যাচ্ছে।                

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status