ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

বিবিধ

নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

(২ সপ্তাহ আগে) ৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার, ১০:২২ পূর্বাহ্ন

mzamin

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও সাভার গলফ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ‘নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ শনিবার (২৮ ডিসেম্বর) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মো. আনিসুল হাসান। এছাড়া ভেটরান ক্যাটাগরিতে এস এম নূরুল আলম রেজভী, সিনিয়র ক্যাটাগরিতে মেজর জেনারেল শরীফ কায়কোবাদ, মহিলা ক্যাটাগরিতে কুসুম ফরিদ ও জুনিয়র ক্যাটাগরিতে সাঈদ মাহদী মাহবীর চ্যাম্পিয়ন হয়েছেন। সাভার গলফ ক্লাবের ক্লাব হাউজ মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার সাভার এরিয়া ও সাভার গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মঈন খান (ওএসপি, এনডিসি, পিএসসি)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডিরেক্টর এস এম নূরুল আলম রেজভী। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাভার গলফ ক্লাবের সদস্য সচিব লেফট্যানেন্ট কর্নেল মো. মামুনুর রশিদ খান (এসপিপি, পিএসসি), গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেজর মো. মশিউর রহমান (পিপিএম, পিএসসি), ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) এবং টুর্নামেন্ট কমিটি ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যগণ। 
 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status