ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

যে কারণে বিপিএল থেকে সরে দাঁড়ালেন আফগান স্পিনার

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার
mzamin

আগামী সোমবার শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। আসন্ন এই আসরে আফগানিস্তনের তারকা স্পিনার মোহাম্মদ গজনফরকে দলে ভিড়িয়েছিল রংপুর রাইডার্স। কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে পুরো বিপিএল থেকেই তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। শারজায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজের জাত চিনিয়েছিলেন গজনফর। স্পিনার হলেও লম্বা রান-আপে বোলিং করেন। অফ স্পিনের পাশাপাশি ক্যারম বল, ব্যাক স্পিন, গুগলি এমনকী লেগ স্পিনও করতে পারেন! উইকেটের দুই দিকেই বল ঘোরাতে ওস্তাদ ১৮ বছরের এই তরুণ। তাই বিপিএল উপলক্ষে তাকে দলে ভেড়াতে দুইবার ভাবেনি রংপুর রাইডার্স। বর্তমানে আফগানিস্তান দল জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে টেস্ট সিরিজ খেলছে। সিরিজের প্রথম ম্যাচে রশিদ খান ব্যক্তিগত কারণে না থাকায় গজনফর প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২রা জানুয়ারি শুরু হবে। এরপর জানুয়ারির মাঝামাঝিতে তিনি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন। এসব কারণেই তিনি বিপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। গজনফর না খেললেও রংপুরের জার্সিতে দেখা যাবে আফগানিস্তানের ওপেনার সেদিকউল্লাহ অটলকে। এছাড়া পাকিস্তানের খুশদিল শাহ, আকিফ জাভেদ, ইফতিখার আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের স্টিভেন টেইলর, সৌরভ নেত্রাভালকর, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।

 

 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status