ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব ১৪৪৬ হিঃ

কলকাতা কথকতা

চিন্ময়কৃষ্ণের আইনজীবী পরামর্শ নিলেন কলকাতা হাইকোটের আইনজীবীদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৩ সপ্তাহ আগে) ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৭:১২ অপরাহ্ন

বাংলাদেশের কোর্টে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের মামলার শুনানী রয়েছে আগামী ২ জানুয়ারি। তার আগেই চিন্ময়কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ ফিরে যাবেন বাংলাদেশে। বর্তমানে বীন্দ্র ঘোষ রয়েছেন ব্যারাকপুরে। তিনি পশ্চিমবঙ্গে এসেছেন চিকিৎসার জন্য। কল্যানীর এইমসে তাঁর চিকিৎসা চলছে। 

বৃহস্পতিবার রবীন্দ্র ঘোষ কলকাতায় ইসকনের সদর দপ্তরে গিয়েছিলেন। এদিন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস নিজে তাকে দপ্তরে নিয়ে যান। সেখানে তার সঙ্গে রবীন্দ্র ঘোষের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, মামলার অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে তিনি কলকাতা হাইকোটের্র কয়েকজন আইনজীবীর সঙ্গেও দেখা করেন। তাদের মধ্যে মামলার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। চিন্ময়কৃষ্ণের আইনজীবী হিসেবে রবীন্দ্র ঘোষকে বাংলাদেশে ওই মামলা লড়ার সময় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। এই মামলা গ্রহণের পর তিনি লাগাতার হুমকি পাচ্ছেন বলেও অভিযোগ। রবীন্দ্র ঘোষ এদিন বলেন, আমার কোনও রাজনৈতিক পরিচিতি নেই। মানবাধিকার অ্যাকটিভিস্ট হিসাবে এটা আমার দায়িত্ব যে সংখ্যালঘুর অধিকার রক্ষা। আমি এটা করে যাচ্ছি। আমি আমৃত্যু তা করব। মুক্ত করব, এটা সংকল্প।  তিনি বলেন, ২ তারিখে কোর্টে কেস আছে, তার আগে ফিরব, শরীরের অবস্থা ভালো নয়, তারপরও যাব।

এদিকে ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস সাংবাকিদের বলেন.উনি সাহসী মানুষ, উনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন লড়াইয়ের।

পাঠকের মতামত

Great

Anjan kanti guha
২৯ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১১:৫৩ পূর্বাহ্ন

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status