কলকাতা কথকতা
আজ বিজেপির মহামিছিল, থাকছেন না বিদ্রোহী অর্জুন সিং
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) ২ মে ২০২২, সোমবার, ১২:৩৩ অপরাহ্ন
ভোট পরবর্তী সন্ত্রাসের বর্ষপূর্তিতে আজ কলকাতার রাজপথে বিজেপির মহামিছিল। মিছিলে অবশ্য দেখা যাবেনা বিদ্রোহী সাংসদ, বারাকপুরের বাহুবলী অর্জুন সিং কে। অর্জুন জানিয়েছেন, কেন্দ্রীয় বস্ত্র সচিবের সঙ্গে দিল্লিতে বৈঠক থাকায় অর্জুন এই মিছিলে অংশ নেবেন না। কিন্তু, কৃষিমন্ত্রী পীযুষ গয়ালের সঙ্গে কথা হওয়ার পরও অর্জুন বিদ্রোহ এ খান্তি দিয়েছেন এটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। অর্জুন দিল্লিতে বলেছেন, ললিপপ খাইয়ে রাজনীতি করার দিন শেষ। পাট শিল্প প্রায় ধংস হয়ে গেছে। কেন্দ্রীয় করসি মন্ত্রীর আশ্বাস বা তাঁর বাড়িতে নৈশ ভোজ প্রলেপ দিতে পারবেনা। চট কল গুলির পুনরুজ্জীবন এ কেন্দ্র কি করছে তা পরিষ্কার করে বলতে হবে। অর্জুন ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। চিঠি দিয়েছেন বিহার, আসামের মুখ্যমন্ত্রীকে। অর্জুন উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে বন্ধ চটকল নিয়ে সরব হয়েছেন। গঙ্গার ধার দিয়ে সারি সারি চটকল বন্ধ হয়ে রয়েছে। অর্জুন এর বক্তব্য, এই মানুষ গুলির জন্যেই তিনি রাজনীতি করেন। এই মানুষ না থাকলে রাজনীতি করে কি হবে। অর্জুনের বিদ্রোহের ইঙ্গিত পেয়েই কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে দিল্লি ডেকে পাঠায়। কিন্তু, বিদ্রোহের আগুন যে নেভে নি তার প্রমান অর্জুনের কথায়, মহামিছিলে অংশ না নেওয়ায়।