বিবিধ
সর্বপ্রথম সংস্কার, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের বিচার এর পর নির্বাচন- বাংলাদেশ ইসলামী দল
(১ মাস আগে) ২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১:৪৫ অপরাহ্ন
বাংলাদেশ ইসলামী দল এর সভাপতি ড. আব্দুল্লাহ আল নাসের বলেছেন, সর্বপ্রথম সংস্কার, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের বিচার এবং পর নির্বাচন। তিনি বলেন, বাংলাদেশে কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচনের জন্য ড. ইউনুস সরকারকে চাপে রাখার পরিকল্পনা, এটা দেশের জন্য কোন সুফল বয়ে আনবেনা। ড. আব্দুল্লাহ আল নাসের বলেছেন, সংস্কার এর পূর্বে নির্বাচন দিলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদের জন্য দেশ পরিচালনা করা কষ্টকর হয়ে যাবে, দেশ আরও অস্থিতিশীল হয়ে পড়বে। তিনি বলেন বাংলাদেশ ইসলামী দল অন্তবর্তীকালীন সরকারকে সংস্কার ও ফ্যাসিস্ট, খুনি হাসিনা সরকারের বিচার এর জন্য প্রয়োজনীয় সময় দেয়ার পক্ষে যাতে করে দেশের জন্য মঙ্গলজনক হয়। ড. আব্দুল্লাহ আল নাসের গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ ইসলামী দল এর কেন্দ্রীয় কার্যালয় ৪৫ তোপখানা রোড এ দলের কেন্দ্রীয় মজলিশে শুরার সভায় সভাপতির ভাষনে উপরোক্ত বক্তব্য রাখেন। সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী দল এর সেক্রেটারী জেনারেল মাওলানা মুফতী এমদাদুল্লাহ আনসারী, মজলিশে শুরার সদস্য মাওলানা মোঃ শরিফুল, মাওলানা মোঃ আরিফ ইসলাম, মাওলানা এনতাজুল হক, মাওলানা হাবিবুল ইসলাম, হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা মোঃ ইউসুফ আলী, মাওলানা মোঃ আব্দুর রউফ, মাওলানা আল আমিন, মাওলানা মোঃ গোলাম মোস্তফা, মাওলানা মোঃ গোলাম কিবরিয়া, মাওলানা মোঃ দেলোয়ার, মাওলানা আব্দুস সাকুর প্রমুক।