ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

শিক্ষাঙ্গন

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে সামার সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৩০ জুলাই ২০২২, শনিবার, ৯:০৩ অপরাহ্ন

mzamin

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সামার সেমিস্টার-২২ এর শিক্ষার্থীদের নবীনবরণ। রাজধানীর উত্তরায় পলওয়েল কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক। অনুষ্ঠানে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবীর ও রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের ডীন, বিভাগীয় প্রধান ও বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর শামসুন নাহারের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। 
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বে থাকবে আজকের শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের গুণগত শিক্ষা অর্জনের পাশাপাশি মানবীয় গুণাবলী অর্জন করতে হবে। আজকের শিক্ষার্থীরা যতো সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ ততো সমৃদ্ধ হবে। একইভাবে শিক্ষার্থীদের দক্ষতা ও সাফল্যের সঙ্গে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ভাবমুর্তিও জড়িত। এ ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের পরিবারভুক্ত হওয়ার পর তোমাদের প্রতি আমাদের যে দায়িত্ব এবং  প্রতিশ্রুতি’ তা আমরা শতভাগ রক্ষার চেষ্টা করে যাবো। 
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে জনপ্রিয় দল-চিরকুট। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরাম ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও এতে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। আকর্ষণীয় র‌্যাফেল ড্র এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

 

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

পাশের হার ৮৫ দশমিক ৬১/ বাউবির এইচএসসি’র ফল প্রকাশ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status