বিনোদন
নতুন অভিজ্ঞতা
স্টাফ রিপোর্টার
৩১ জুলাই ২০২২, রবিবার
পুরো দেশ হাওয়ায় ভাসছে। স্বয়ং ‘হাওয়া’ সিনেমার নায়িকাও ভাসছেন এ হাওয়ায়। কারণ, সিনেমাটি মুক্তির পর থেকে ‘গুলতি’ চরিত্রে অভিনয়ের জন্য প্রচুর মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছেন এবং কুড়াচ্ছেন প্রশংসা। এমনটা এবারই প্রথম ঘটেছে তুষির জীবনে। যার কারণে আবেগী হয়ে পড়েছেন রীতিমতো। তুষি বলেন, এটা আমার জন্য একদমই নতুন অভিজ্ঞতা। আমি এ রকম দেখিনি আগে; মানুষের এত ভালোবাসা, সবার এত আগ্রহ। আসলেই আমাদের এই সিনেমাটি দর্শকরাই প্রমোশন করেছেন। তাদের যে এত আগ্রহ এটাতে যেমন আনন্দ লাগছে, তেমন ভয়ও লাগছে, আমার মিশ্র অনুভূতি হচ্ছে। আমি জানি না কী বলবো।
বিজ্ঞাপন