শিক্ষাঙ্গন
ভুল করে অন্য কেন্দ্রের ৮০ জন পরীক্ষার্থী জবিতে, দেওয়া হয়েছে পরীক্ষার সুযোগ
জবি প্রতিনিধি
(১০ মাস আগে) ৩০ জুলাই ২০২২, শনিবার, ২:৩৩ অপরাহ্ন

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। বেলা ১২টা থেকে ১ টায় বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় অন্য কেন্দ্রের ৮০ জন পরীক্ষার্থী ভুলবশত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলে আসলে মানবিক দিক বিবেচনায় তাদের পরীক্ষাও বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে বিশেষ ব্ব্যবস্থাপনায় এই ৮০ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়।
ভুল করে চলে আসা কয়েকজন পরীক্ষার্থী বলেন, আমরা পরীক্ষার কেন্দ্র চেক করি নাই। ফরম ফিলাপের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র সিলেক্ট করেছি। কিন্ত জগন্নাথের কেন্দ্রের পরীক্ষা আবার ৯ টি কেন্দ্র হবে এটা ওয়েব সাইটে দেওয়া থাকলেও আমরা বুঝতে পারিনি। ওয়েব সাইটে ঢুকে কেন্দ্র চেক না করাটাই আমাদের ভুল।
এসময় তারা পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন কে ধন্যবাদ জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ৮০ জন্য শিক্ষার্থী কেন্দ্র চেক না করে আমাদের এখানে চলে এসেছেন। এই মুহুর্তে ওদেরকে অন্য কেন্দ্রে পাঠালে তারা পরীক্ষা দিতে পারবেনা । তাই মানবিক দিক বিবেচনায় তাদের তাদের পরীক্ষা ক্যাম্পাসেই নেওয়া হচ্ছে।
।