কলকাতা কথকতা
মমতা দিল্লি যাচ্ছেন নীতি আয়োগের বৈঠকে, বিরোধীরা বললেন - সেটিং করতে যাচ্ছেন
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৩০ জুলাই ২০২২, শনিবার, ১১:১৬ পূর্বাহ্ন

ফাইল ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে নীতি অয়োগের বৈঠকে যোগ দিতে আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন মমতা বন্দোপাধ্যায়। বিরোধীরা বলছেন, পার্থ চট্টোপাধ্যায় কাণ্ডে বিপাকে পড়া মুখ্যমন্ত্রী সেটিং করতে দিল্লি যাচ্ছেন। মোদি - অমিত শাহের সঙ্গে দেখা করে নড়বড়ে তৃণমূল কংগ্রেসের জমি শক্ত করবেন। মমতা প্রতিবার সংসদ চলাকালীন দিল্লি যান। এবারও তিনি সংসদে যাবেন বাদল অধিবেশণের সময়। এছাড়াও দিল্লিতে তাঁর কর্মসূচি আছে। নীতি আয়োগ এর বৈঠক সাত অগাস্ট। তার আগেই দিল্লি যাবেন মমতা। তিন অগাস্ট তিনি যেতে পারেন। কংগ্রেস এবং সি পি এম মমতার এই দিল্লি সফর নিয়ে সরব হয়েছে। তারা বলছে, পার্থকাণ্ড ঘিরে মমতা এখন গাড্ডায়। সেই গাড্ডা থেকে তাঁকে টেনে তুলতে পারেন মোদি - শাহরাই। তাই তিনি তাঁদের সঙ্গে সেটিং করতে যাচ্ছেন। বিজেপির সংসদ সদস্য দিলীপ ঘোষ বলেছেন, বিপদে পড়লেই উনি দিল্লি ছোটেন। এবারও ছুটছেন। কিন্তু, এবার আর পার নেই। পার্থ বাবুর অপরাধ গোটা দেশ দেখেছে।