শেষের পাতা
আগরতলা অভিমুখে বিএনপি’র তিন সংগঠনের লংমার্চ আজ
স্টাফ রিপোর্টার
১১ ডিসেম্বর ২০২৪, বুধবারবাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা ও ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে ঢাকা থেকে আগরতলা অভিমুখে বিএনপি’র তিন সংগঠনের লংমার্চ আজ। বুধবার সকাল ৮টায় রাজধানীর নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আগরতলা অভিমুখে (আখাউড়া সীমান্ত) লংমার্চ শুরু করবেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে তারা। গাড়িবহর নিয়ে আগরতলার এপারে আখাউড়া সীমান্ত পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন নেতাকর্মীরা। নয়াপল্টন থেকে গাড়ি, খোলা ট্রাক, জিপ ও প্রাইভেটকারে করে লংমার্চ শুরু করবে তিন সংগঠনের নেতারা।
লংমার্চে পথিমধ্যে বিভিন্ন জেলার নেতাকর্মীরা যোগ দেবেন। যাত্রাপথে নরসিংদী ও ভৈরবে সংক্ষিপ্ত সমাবেশ করার কথা রয়েছে। বিকালে আখাউড়ায় পৌঁছে সমাবেশ করার কথা রয়েছে। গত সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিন সংগঠনের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।