ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

খেলা

ফেডারেশন কাপ

আবাহনীর জয়ের দিনে রহমতগঞ্জের কাছে মোহামেডানের হার

স্পোর্টস রিপোর্টার
১১ ডিসেম্বর ২০২৪, বুধবারmzamin

ফেডারেশন কাপে প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে আবাহনী লিমিটেড। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গতকাল ‘বি’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে জিতেছে প্রতিযোগিতার ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়নরা। এদিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় হোঁচট খেয়েছে মোহমেডান। ‘বি’ গ্রুপের এই ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কাছে ১-০ গোলে  হেরেছে সাদা-কালোরা। কুমিল্লায় শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করা আবাহনী সপ্তদশ মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায়। কিন্তু গোলটি নিয়ে শুরু হয় নানা ঘটনা। ইমনের হেডে বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে লক্ষ্যেই ছিল, সেই সময় চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডার কোনোমতে ‘ক্লিয়ার করার’ পর বল গোললাইন পেরিয়ে গেছে দাবি করে আবাহনী। এদিকে ধারাভাষ্যকার বলেন, অফসাইডের পতাকা তুলেছেন রেফারির সহকারী। রেফারির সঙ্গে দুই পক্ষের আলোচনায় খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। সাত মিনিট পর গোলের সিদ্ধান্ত দেন রেফারি জসীম আক্তার। এরপর আবাহনী আক্রমণের ধার বাড়ায়; কিন্তু দুই দিক দিয়ে শানানো আক্রমণগুলো বক্সে এসে মুখ থুবড়ে পড়তে থাকে। প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ সুযোগ আসে ইব্রাহিমের সামনে; তার নিচু শট আটকে দেন গোলরক্ষক। ৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিম। বক্সে আলতো টোকায় বল নিয়ে একটু এগিয়ে জায়গা বানিয়ে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। শেষ দিকে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন ইয়াসিন। কর্নারের পর সতীর্থের পা ঘুরে বল পেয়ে অরক্ষিত এই ডিফেন্ডার নিখুঁত টোকায় গোলটি করেন। এদিকে কিংস অ্যারেনায় আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচের ত্রয়োদশ মিনিটে রহমতগঞ্জ শিবিরে ভীতি ছড়ায় মোহামেডান। কিন্তু গোলরক্ষক মামুন আলিফের দৃঢ়তায় আর দুর্ভাগ্যের বাধায় গোল পায়নি তারা; রাজু আহমেদ জিসানের ক্রসে আর্নেস্ট বোয়াটেংয়ের হেড ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে আটকান গোলরক্ষক আর সেই কর্নারে বোয়াটেংয়ের হেড বাধা পায় ক্রসবারে। একটু পর এমানুয়েল সানডের ক্রসে বোয়াটেংয়ের হেডও আটকে জাল অক্ষত রাখেন রহমতগঞ্জের গোলরক্ষক মামুন। প্রথমার্ধের শেষ দিকে চোট পান রহমতগঞ্জের ফেলিক্স তেত্তেহ। ৪৪তম মিনিটে এম্বুলেন্সে করে মাঠ ছাড়েন ঘানার এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে গোলের প্রথম ভালো সুযোগ পায় রহমতগঞ্জ। ৫০তম মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও হতাশ করেন স্যামুয়েল বোয়াটেং; ডান দিক থেকে সতীর্থের বাড়ানো আড়াআড়ি ক্রসে ঠিকঠাক পা ছোঁয়াতে পারেননি তিনি। ৬৯তম মিনিটে দূরপাল্লার শটে চেষ্টা করে মোজাফ্‌ফর; কিন্তু ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায় উজবেকিস্তানের এই মিডফিল্ডারের প্রচেষ্টা। খেলার ধারার বিপরীতে ৮২তম মিনিটে জয়সূচক গোলটি করে রহমতগঞ্জ। বাম দিক দিয়ে আক্রমণে ওঠা রাজন প্রথমে সতীর্থকে খুঁজে নেয়ার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর, জায়গা করে নিয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন। একটু পরই ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। মোস্তফা কাহরাবার কথার পাল্টা জবাব দিতে গিয়ে তাকে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেন শান্ত। বাকিটা সময় মোহামেডান আর পারেনি ঘুরে দাঁড়াতে।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status