খেলা
এশিয়া কাপ জিতিয়ে খুলনায় তামিম ঢাকায় ইমন
স্পোর্টস রিপোর্টার
১১ ডিসেম্বর ২০২৪, বুধবারঘরোয়া ক্রিকেটে এবার নতুন সংযোজন জাতীয় লীগ টি-টোয়েন্টি। আজ সিলেটে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪শে ডিসেম্বর। এই টুর্নামেন্টে খেলবে সম্প্রতি যুব এশিয়া কাপ জয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ইকবাল হোসেন ইমন। তামিম খুলনায় আর ইমন খেলবে ঢাকা বিভাগের হয়ে।
এশিয়া কাপে দারুণ ছন্দে ছিলেন তামিম। প্রায় প্রতি ম্যাচেই রান করেছেন। স্বাভাবিক ভাবেই খুলনার হয়ে সুযোগ পেতে তার এই পারফরম্যান্স ভূমিকা রেখেছে। বাংলাদেশকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন পেসার ইকবাল হোসেন ইমন। পাঁচ ম্যাচে ১৩ উইকেট পেয়েছেন ইমন। টুর্নামেন্ট সেরা এই পেসার খেলবেন ঢাকা বিভাগের হয়ে। এদিকে এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পেয়েছে। এনসিএল টি-টোয়েন্টি নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহ তুঙ্গে। যুব ক্রিকেট থেকে উঠে আসা নতুন তারকাদের পারফরম্যান্সের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ খেলোয়াড়দের দেখার সুযোগ এনে দেবে এই আসর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই মাঠে খেলা চলবে ২৪শে ডিসেম্বর পর্যন্ত। অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো। এই টুর্নামেন্টকে বিপিএলের ড্রেস রিহার্সালও বলা চলে, কারণ ডিসেম্বরেই শুরু হবে বিপিএলের এবারের আসর। মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই তার আগে টি-টোয়েন্টির এই নতুন টুর্নামেন্ট আয়োজন বিসিবি’র।