ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

খেলা

যে কারণে সাকিবের খেলা টুর্নামেন্ট এনসিএলকে নিষিদ্ধ করলো আইসিসি

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, বুধবারmzamin

যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) নিষিদ্ধ করে দিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মাসখানেক আগেই প্রথমবারের মতো এই টুর্নামেন্টটি আয়োজিত হয় যুক্তরাষ্ট্রে। এই টুর্নামেন্টে লস অ্যানজেলেস ওয়েবসের হয়ে খেলেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও। ক্রিকবাজের খবর অনুযায়ী, নিষেধাজ্ঞার খবর ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে জানিয়ে দিয়েছে আইসিসি। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেট লীগে প্রথম একাদশে অন্তত সাতজন সেই দেশের ক্রিকেটার রাখতে হবে। যুক্তরাষ্ট্রের এনসিএল সেই নিয়মের তোয়াক্কা করেনি। ক্রিকবাজের তথ্য অনুযায়ী, কিছু কিছু ম্যাচে একই দলে একইসঙ্গে ছয়-সাতজন বিদেশি ক্রিকেটারকেও ফিল্ডিং করতে দেখা গেছে। আইসিসি এ বিষয়টিকে নিয়মের প্রতি অসম্মান হিসেবে চিহ্নিত করেছে। এ ছাড়াও অনুমতি সংক্রান্ত বেশ কিছু বিষয়েও নিয়ম মানেনি এনসিএল। যে কারণে টুর্নামেন্টটি বাতিল করা হয়েছে। আইসিসি তাদের চিঠিতে জানিয়েছে, এনসিএলকে ঘিরে মাঠে এবং মাঠের বাইরে নানান সমস্যা রয়েছে। একইসঙ্গে এ লীগে উইকেটের অবস্থা খুবই খারাপ ছিল। যা খেলার মধ্যে ভারসাম্যহীনতা সৃষ্টি করেছে। টুর্নামেন্টের কিছু ম্যাচে ওয়াহাব রিয়াজ, টাইমাল মিলসের মতো পেসারদের বাধ্য করা হয়েছে স্পিন বোলিং করতে, যাতে এ ধরনের উইকেটে খেলতে গিয়ে ব্যাটাররা চোট না পান। এছাড়া বিদেশি ক্রিকেটারদের এই লীগে খেলানোর ব্যাপারে প্রয়োজনীয় নথি সংক্রান্ত সমস্যাও ছিল। এনসিএলে খেলা বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের নাকি স্পোর্টস ভিসাই ছিল না। অথচ এই ভিসার জন্য প্রায় এক কোটি ৭০ লাখ টাকা খরচ হয়। যার কারণে বিদেশিদের এই ভিসা না নিয়ে অনৈতিকভাবে খরচ কমানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে আইসিসি। এনসিএলের মুখ্য প্রচারমুখ ছিলেন ওয়াসিম আকরাম এবং ভিভিয়ান রিচার্ডস। লীগের অংশীদারদের তালিকায় ছিল শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিদের নাম।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status