খেলা
দেশসেরা দুই সাঁতারুর ভরাডুবি বিশ্ব আসরে
স্পোর্টস রিপোর্টার
১১ ডিসেম্বর ২০২৪, বুধবারদেশে হ্যান্ড টাইমিংয়ে একের পর এক রেকর্ড গড়েছেন সামিউল ইসলাম রাফি ও যূথী আক্তার। দেশসেরা সাঁতারুর পুরস্কারও জিতেছেন তারা। অথচ বিশ্ব আসরে খুঁজেই পাওয়া গেল না তাদের। র্যাঙ্কিংয়ের তলানীতে অবস্থান হয়েছে তাদের। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ৬০তম হয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা সাঁতারু যুথি আক্তার। গতকাল হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ১০০ মিটার ব্যাকস্ট্রোকে এক নম্বর হিটে পাঁচ নম্বর লেনে দাঁড়িয়ে এক মিনিট ১১.২৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন তিনি। তবে সেমিফাইনালে যাওয়ার জন্য পর্যাপ্ত টাইমিং ছিল না এটা। সব হিট মিলিয়ে যুক্তরাষ্ট্রের মেগান স্মিথের টাইমিং ৫৫.৮৬ সেকেন্ড। ফলে ৬৩ জন সাঁতারুর মধ্যে ৬০তম হয়েছেন যুথি। অথচ গত নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে তিনটি রেকর্ডসহ চারটি স্বর্ণ ও একটি রুপা জিতে সেরা সাঁতারু হয়েছিলেণ যুথি আক্তার। অন্যদিকে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৪ জনের মধ্যে ৩৬তম হয়েছেন আরেক দেশসেরা সাঁতারু সামিউল ইসলাম রাফি। প্রথম হিটে চার নম্বর লেনে দাঁড়িয়ে তিনি সময় নেন ৫৪.৩৭ সেকেন্ড। যেখানে র্যাংঙ্কিয়ে এক নম্বরে থাকা স্বাগতিক হাঙ্গেরির সাঁতারু কোস হোবার্ট সময় নেন ৪৯.১২ সেকেন্ড।