খেলা
সিরাজকে জরিমানা, হেডকে তিরস্কার আইসিসি’র
স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, বুধবারভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ও অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রেভিস হেড যে শাস্তি পাচ্ছেন তা অনুমেয়ই ছিল। অ্যাডিলেড টেস্টে তর্কে জড়িয়ে শেষ পর্যন্ত দু’জনই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তির সম্মুখীন হলেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ভারতের ডানহাতি পেসার সিরাজকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। নামের পাশে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্টও। অন্যদিকে হেডকে কোনো জরিমানা না করে শুধু তিরস্কার করে ছেড়ে দিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। মারকুটে অজি ব্যাটারের নামের পাশেও যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। শেষ দুই বছরের মধ্যে এবারই প্রথম শাস্তির সম্মুখীন হলেন এই দুই ক্রিকেটার। দু’জনই এই ঘটনার দায় স্বীকার করেছেন। ম্যাচ আম্পায়ার রঞ্জন মাদুগালের দেয়া রায় মেনে নেয়ায় এখানেই ঘটনার নিষ্পত্তি হয়েছে। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘটে এই ঘটনা। অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ১৪১ বলে ১৪০ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন অজি ব্যাটার ট্রেভিস হেড। ভারতীয় বোলারদের তুলোধুনো করার পর সিরাজের ইয়র্কারে আউট হন হেড। টিভি পর্দায় দেখা যায় মাঠ ছাড়ার পথে সিরাজকে কিছু একটা বলেন হেড। আর তা শুনেই রেগে লাল হয়ে যান সিরাজ। তারপর হেডও আরও কিছু বলে চলে যান। ড্রেসিংরুমে ফেরার মুহূর্তে আসলে কি হয়েছিল তা স্ট্যাম্পের মাইকে ধরা পড়েনি। পরে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে হেডকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি তাকে মজার ছলে বলেছিলাম যে ভালো বল করেছো। কিন্তু সে অন্য কিছু মনে করেছে। পরে সে যখন আমাকে হাত দিয়ে ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করে তখন আমিও তাকে কিছু কথা শুনিয়ে দেই। তবে পুরোটা বিষয় যেভাবে সামনে এসেছে তাতে আমি হতাশ।’ তবে হেডের এই দাবিকে ‘মিথ্যাচার’ বলেন মোহাম্মদ সিরাজ। অ্যাডিলেডে তৃতীয় দিনের খেলা শুরুর আগে স্টার স্পোর্টসকে ভারতীয় এই পেসার বলেন, ‘সংবাদ সম্মেলনে তার (হেডের) দাবি সম্পূর্ণ মিথ্যা। আপনি চাইলে টিভিতে হাইলাইটস দেখতে পারেন যে সে কী বলেছিল। আমি শুধু উইকেট উদ্যাপন করছিলাম। কিন্তু সে আমাকে গালাগালি করে।’ পরের ইনিংসে ভারতের ব্যাটের সময় সিরাজ স্ট্রাইকে গেলে পাশ থেকে হেড বলে ওঠেন, ‘আমি কসম করে বলছি, আমি শুধু বলেছিলাম তুমি ভালো বল করেছো।’ জবাবে সিরাজ বলেন, ‘আমিও বলেছিলাম তুমি ভালো ব্যাট করেছো।’ এরপর হেডের হাতেই ক্যাচ দিয়ে আউট হন সিরাজ।