বিশ্বজমিন
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএস সমর্থিতদের মিছিল
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লি’র ব্যানারে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে বিক্ষোভ মিছিল চলছে। আজ বেলা ১২টার পর দিল্লির চাণক্যপুরী থানার তিন মূর্তি চক থেকে মিছিলটি শুরু হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি বাংলা। এতে বলা হয়, মিছিলে তিন থেকে চার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। সেখানে বিভিন্ন বয়সী পুরুষদের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ নারীও যোগ দিয়েছেন। তবে তাদেরকে শেষ পর্যন্ত দূতাবাস অবধি যেতে দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট না। কারণ রাস্তায় ব্যারিকেড আছে। তাই তারা এখন এক জায়গায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। বিক্ষোভ মিছিলে প্রায় সবার হাতেই প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। প্ল্যাকার্ডে- ‘বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও, বাঁচাও সনাতন!’, ‘বাংলাদেশ, একাত্তর মনে করো, জুলুমবাজি বন্ধ করো! সেভ বাংলাদেশি হিন্দুজ’ এমন বেশ কিছু স্লোগান দেখা যাচ্ছে।
সাবেক পালিয়ে যাওয়া প্রধানমণ্ত্রী দিল্লীতে বসে দেশের বিরুদ্ধে কি চক্রান্তের খেলায় মেতেছে তিনি বাংলাদেশ কে ২০ বছর শাসন করেছেন .দিল্লীতে বসে তার আপনদেশের পক্ষে বিভূতি পারেন না এখন তার দেশ প্রেমের আসল পরীক্ষা?
ফ্যাসিষ্ট হাসিনার পতনের পর হিন্দুরা যেভাবে উঠে পড়ে লেগেছে তাও কট্টর এবং উগ্রবাদী হিন্দুরা তাতে আওয়ামী লীগকে একটি হিন্দুবাদী দল বা হিন্দু ধর্মীয় দল হিসাবে ঘোষণা করার জন্য সরকারের নিকট অনুরোধ করছি। জনগণ অবশ্য হাসিনাকে কট্টর হিন্দুবাদী ও হিন্দুদের দল বলেই মনে করে।
ওরা কেন এই মিথ্যার উপর দাঁড়িয়ে এই বাটপারি করছে !!