খেলা
আমি শতকের কথা ভাবিনি ধীরগতির ইনিংস নিয়ে মিরাজ
স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবারসেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে হারে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ২৯৪ রানের টার্গেটে নির্ধারিত ওভারের ১৪ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। রোববার ব্যাটিং সহায়ক উইকেটে তিনশ’র খুব কাছে গিয়ে আটকে যায় বাংলাদেশ। যার মূলে ছিল ডটবল। ৩০০ বলের মধ্যে ১৫৫টি ডটবল দেয় টাইগাররা। বাংলাদেশের সব ব্যাটারের স্ট্রাইকরেট ১০০ বা তার বেশি থাকলেও ব্যতিক্রম ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করলেও তিনি খেলে নেন ১০১ বল। অধিনায়কের স্ট্রাইক রেট ছিল সবার থেকে কম ৭৩.২৬। ৭১ বলে অর্ধশতক হাঁকানোর পর বাকি ২৪ রান করেন তিনি ৩০ বলে। যা নিয়ে ম্যাচের পর তিনি বলেন, ‘আমি সেঞ্চুরির কথা ভাবিনি। আমি চেষ্টা করেছি ৪০ ওভারের মধ্যে দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার। আমি রানের জন্য খেলেছি। মনে হয়েছে এই উইকেটে ৩০০ রানের বেশি করতে পারলে ভালো হবে।’ ব্যাটিং বান্ধব উইকেটে আগে ব্যাট করেও তিনশ’ ছুঁতে পারেনি টাইগাররা। এ ব্যাপারে মিরাজ বলেন, ‘ভালো একটা জুটি গড়ে তানজিদ আউট হয়। এরপর আফিফের সঙ্গে ভালো বোঝাপড়ার তৈরি হলে সেও আউট হয়। তেমন অবস্থায় আমি ঝুঁকি নিতে চাইনি। একজন সেট ব্যাটসম্যান আউট হয়ে গেলে নতুন ব্যাটারের ওপর চাপ পড়ে। এরপর রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) সেট হলে আমি খেলা চালানোর চেষ্টা করি।’ মিরাজ মানছেন তাদের ব্যাটিং অভিজ্ঞতার অভাব। বিশেষ করে মনে করছেন মুশফিকুর রহীম, তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তকে। তিনি বলেন, ‘সিনিয়র ক্রিকেটাররা যদি থাকতো তবে অনেকভাবে সহযোগিতা করতে পারতো। তবুও রিয়াদ ভাই ও লিটন দাস এক্ষেত্রে অবদান রেখেছে।’ টেস্টে ১-১ এ সমতার পর একদিনের সিরিজের প্রথম ম্যাচ হেরে খানিকটা চাপে রয়েছে বাংলাদেশ। তবে অধিনায়ক মিরাজ এখনই হাল ছাড়তে চান না। এ ব্যাপারে তিনি বলেন, ‘এখনও সুযোগ রয়েছে। মাত্র একটা ম্যাচ গেলো। পরের ম্যাচে জিততে পারলে আমরা সিরিজও জিততে পারি।’ সেন্ট কিটসের একই মাঠে আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে টাইগাররা।