খেলা
বাংলাদেশে আসছে চ্যাম্পিয়নস ট্রফি, কবে কোথায় দেখা যাবে
স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবারচ্যাম্পিয়নস ট্রফির মূল টুর্নামেন্ট মাঠে গড়ানোর অনিশ্চয়তা থাকলেও বাকি আনুষ্ঠানিকতায় কমতি রাখছে না আইসিসি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আসছে ট্রফিটি। চারদিনের জন্য দেশেই অবস্থান করবে এই ট্রফি। আফগানিস্তান পর্ব শেষ করে আসা চ্যাম্পিয়নস ট্রফি আজ বাংলাদেশের জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে রাখা হবে এই ট্রফি। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কক্সবাজার পর্ব শেষ করে ট্রফি ঢাকায় নিয়ে আসা হবে। ১২ই ডিসেম্বর বসুন্ধরা সিটি শপিং মলে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত থাকবে ট্রফিটি। পরদিন অর্থাৎ ১৩ই ডিসেম্বর সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফিটি রাখা হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপরই মূলত ঢাকা ছাড়বে প্রেস্টিজিয়াস এই ট্রফি। বাংলাদেশ পর্ব শেষ করে ১৫ থেকে ২২শে ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা রয়েছে ট্রফিটির।