খেলা
রাতে দেশে ফিরবে চ্যাম্পিয়নরা
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৩:১৭ অপরাহ্ন
দুবাইয়ের মাঠে গতকাল রোববার উড়েছে বাংলাদেশের বিজয়ের পতাকা। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখলো বাংলাদেশের যুবারা। এশিয়া কাপ জয়ের পর আজ সোমবার রাতে দেশে ফিরবেন তরুণ ক্রিকেটাররা। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাত এগারোটায় এসে পৌঁছানোর কথা রয়েছে যুব দলের ক্রিকেটারদের।
আরব আমিরাত ফেরত চ্যাম্পিয়নদের জন্য বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) থেকে সংবর্ধনা ও ডিনারের ব্যবস্থা থাকবে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশে ফিরলে ঘোষণা আসতে পারে পুরস্কারেরও।
এর আগে গতকাল দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ অর্জন করায় প্রশংসা ও অভ্যর্থনায় ভাসছে গোটা যুব ক্রিকেট দল। মুশফিক, মাশরাফি থেকে শুরু করে অনেক সাবেক ক্রিকেটাররা গণমাধ্যমে তাদেরকে অভিনন্দন জানান। চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনও অভিনন্দন জানায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে।