বিনোদন
শেষ হচ্ছে ‘বদমাইশ পোলাপান’
স্টাফ রিপোর্টার
৯ ডিসেম্বর ২০২৪, সোমবারমাবরুর রশীদ বান্নাহ পরিচালিত জনপ্রিয় সিরিজ ‘বদমাইশ পোলাপান’। চলতি সপ্তাহেই শেষ হতে যাচ্ছে এটি। চার বছরের এ জার্নির শেষ দুটি পর্ব এই সপ্তাহের শেষদিকে প্রচার হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা। নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মারজুক রাসেল, মুক্তি, বাপ্পী আশরাফ, প্রত্যয় হিরণ, মাহিমা, রিয়া, অনিকসহ অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন ইয়েন। ‘পিকক সিরিজ’ ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে এটি।