খেলা
ভারতের ফ্র্যাঞ্চাইজি লীগে দল পেয়েছেন তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক
২ ডিসেম্বর ২০২৪, সোমবারঅনেক সময় ধরে ক্রিকেটের বাইরে রয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। খেলছেন না বিদেশের ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে। ভারত তথা বিশ্বের সবচেয়ে জৌলুসময় ক্রিকেট লীগ আইপিএলে কখনো খেলা না হলেও এবার সেখানের ফ্র্যাঞ্চাইজি লীগ বিগ ক্রিকেট লীগে (বিসিএল) খেলার সুযোগ হয়েছে তামিমের। ভারতের লখনৌ ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এমপি টাইগার্স ১৫ হাজার ডলারে কিনেছে তামিম ইকবালকে। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ লাখ ৮৯ হাজার টাকা। শনিবার এই টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হয়। সেখানে মার্কি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না, শেখর ধাওয়ান ও শ্রীলঙ্কান অলরাউন্ডার তিলকারত্নে দিলশান। বিগ লীগ ক্রিকেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ড্রাফট থেকে তাদের দল পাওয়ার ব্যাপারে জানিয়েছে। এছাড়াও খেলার কথা রয়েছে ভারতের কেদার যাদব, নামান ওঝা, দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার হার্শেল গিবস ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক মারকুটে ব্যাটার লেন্ডন সিমন্সের। এমপি টাইগার্স দলে তামিমের সতীর্থ হিসেবে খেলবেন স্টুয়ার্ট বিনি, অমিত মিশ্র, দিলশান মুনাবিরা, নামান ওঝা, জতিন সাক্সেনা। ৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই বিগ ক্রিকেট লীগ। প্রতিটি দল স্কোয়াড গঠন করবে ১৮ সদস্য নিয়ে। ১৫টি লীগ পর্বের ম্যাচ, দুইটি প্লে-অফ এবং ফাইনালের ফরম্যাটে সাজানো হয়েছে টুর্নামেন্টটি। তামিমের এমপি টাইগার্সের পাশাপাশি টুর্নামেন্টের অন্য পাঁচ দল হল রাজস্থান রেগালস, সাউদার্ন স্পারটান্স, নর্দান চ্যালেঞ্জার্স, মুম্বাই মেরিনস ও ইউপি ব্রিজ স্টার্স। লিজেন্ডস লীগের মতো সাধারণত অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হয় এই বিগ ক্রিকেট লীগ। লীগটির কমিশনারের দায়িত্বে আছেন ভারতের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক দিলিপ ভেঙ্গসরকার। এবং ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ রয়েছেন সহ-সভাপতির আসনে।
ভারতে গিয়ে খেলা তামিমের উচিৎ হবে না!?