খেলা
সবচেয়ে বেশি সেঞ্চুরি ও শূন্য, যেখানে মুমিনুলই ‘প্রথম’
স্পোর্টস ডেস্ক
২ ডিসেম্বর ২০২৪, সোমবারটেস্ট ক্রিকেটটা মুমিনুল হকের নিজের জায়গা। আন্তর্জাতিক ক্যারিয়ারে এই সংস্করণেই তিনি জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড বেশ কিছুদিন ধরেই তার। এবার সবচেয়ে বেশি শূন্যের রেকর্ডও দখলে নিলেন এই বাঁহাতি ব্যাটার। টেস্টে দেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি আর সবচেয়ে বেশি শূন্য- এই যুগলবন্দি রেকর্ড নেই ক্রিকেটবিশ্বে আর কারও। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে ১০ রানে ২ উইকেট হারায় টাইগাররা। দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হন মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজে ৭ ম্যাচের ১৩ ইনিংসে এ নিয়ে চতুর্থবার ‘ডাক’ মারলেন মুমিনুল। কিংস্টনে তিন ইনিংসে দ্বিতীয় ডাক। এমনিতেই বৃষ্টিতে খেলা শুরু হয় দেরিতে, হয়েছে ৩০ ওভার। সেখানে ২ উইকেট হারিয়ে ৬৯ রান নিয়ে দিন শেষ করে টাইগাররা। সাদমান ৫০ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গী শাহাদাৎ হোসেন দিপুর সংগ্রহ ছিল ১২*। এতদিন মোহাম্মদ আশরাফুলের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মুমিনুল। জ্যামাইকা টেস্টের প্রথম দিনে শনিবার শূন্য রানে আউট হয়ে এই রেকর্ডে ‘সবার ওপরে’ উঠে যান কক্সবাজারের এই ক্রিকেটার। ১২৮ ইনিংস খেলে ১৭ বার শূন্য রানে আউট হলেন মুমিনুল। ক্যারিয়ারে ১১৯ ইনিংস খেলে ১৬ বার ‘শূন্য’ মারেন আশরাফুল। ১৩ বার করে শূন্য রানে আউট হয়ে রেকর্ডে যৌথভাবে তিনে আছেন তিনজন- মুশফিকুর রহীম, সৈয়দ খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম। মুশফিক খেলেছেন ১৭৪ ইনিংস, তাইজুল ৮৬টি। আর খালেদ ২৬ ইনিংস খেলেই শূন্যের অভিজ্ঞতা হয়েছে ১৩ বার। ১২ বার শূন্যতে আউট হয়েছেন মাশরাফি বিন মুর্তজা, ১১ বার করে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও খালেদ মাসুদ পাইলট। টেস্টে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশের। ৫০০ উইকেট শিকারি প্রথম বোলার তার ক্যারিয়ারে শূন্য রানে ফিরেছেন ৪৩ বার। স্টুয়ার্ট ব্রডের শূন্য ৩৯টি, ক্রিস মার্টিনের ৩৬টি, গ্লেন মাকগ্রা ৩৫টি। স্বীকৃত ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ২২ বার শূন্যতে বিদায়ের তিক্ত অভিজ্ঞতা আছে শ্রীলঙ্কার মারভান আতাপাত্তুর।