ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

নিজের বিয়াইকে ফ্রান্সে রাষ্ট্রদূত মনোনীত করলেন ট্রাম্প

মানবজমিন ডেস্ক

(৭ মাস আগে) ১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৫:৩৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩১ পূর্বাহ্ন

mzamin

ফ্রান্সে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে বিয়াই চার্লস কুশনারকে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। জামাই জারেড কুশনারের পিতা তিনি। শনিবার ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে দেয়া এক পোস্টে লিখেছেন- নিউজার্সির চার্লস কুশনারকে ফ্রান্সে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করতে পেরে আমি সন্তুষ্ট। তিনি একজন চমৎকার ব্যবসায়ী, জনহিতৈষী এবং ডিলমেকার। আমাদের দেশ এবং এর স্বার্থের শক্তিশালী প্রতিনিধিত্ব করবেন তিনি। এ সময় তিনি নিজের জামাই জারেড কুশনারের প্রসঙ্গও তুলে ধরেন। বলেন, চার্লস কুশনারের ছেলে জারেড হোয়াইট হাউসে আমার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। বিশেষ করে অপারেশন ওয়ার্প স্পিড, ক্রিমিনাল জাস্টিস রিফর্ম ও আব্রাহাম চুক্তির সময়ে। উল্লেখ্য, চার্লস কুশনার একজন রিয়েল এস্টেট ডেভেলপার। ২০০৫ সালের ফেডারেল এক অভিযোগ থেকে তাকে ২০২০ সালে বেকসুর ক্ষমা করে দেন ট্রাম্প। ওই মামলায় নিউজার্সির এটর্নি ক্রিস ক্রিস্টি নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি ২০১৯ সালে বলেন, (চার্লস) কুশনার সবচেয়ে জঘন্য একটি অপরাধ করেছেন। এর বিরুদ্ধে তিনি আইনি লড়াই করেছেন। ওই সময় নিজের ভগ্নিপতি উইলিয়াম শল্ডারকে টার্গেট করে কুশনার বেআইনি অপপ্রচারে অবদান রেখেছিলেন। এ কারণে তার বিরুদ্ধে তদন্ত হয়েছিল। এই ষড়যন্ত্রে শল্ডারকে প্রলুব্ধ করতে একজন পতিতাকে ভাড়া করেছিলেন চার্লস কুশনার। এরপর একটি মোটেলে তাদের সম্পর্ককে ধারণ করতে ব্যবহার করেছিলেন লুকানো ক্যামেরা। সেখান থেকে ভিডিও ধারণ করে চার্লস কুশনারের বোনের কাছে তা পাঠিয়ে দেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তার এই নোংরামি ব্যর্থ হয়। ওই নারী চার্লস কুশনারের বিরুদ্ধে চলে যান। ২০০৫ সালে আয়কর ফাঁকি দেয়াসহ ১৬ দফা অভিযোগ স্বীকার করেন চার্লস কুশনার। তাকে দু’বছরের জেল দেয়া হয়।

পাঠকের মতামত

তাও ভালো বিয়াই কে এলজিআরডি মিনিস্ট্রী দেয় নাই ! আগের বার তো নিউ ইয়র্কে বালুর ট্রাক থেরাপি দিয়েছিল।

Niloy
১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৬:৫৪ অপরাহ্ন

ট্রাম্প তো আসলে গত ১৫ বছরে বাংলাদেশ থেকে অনেক কিছু শিখেছেন। নির্বাচনের প্রচারণায় শটতা, ক্ষমতার আত্মীয়করণ- এসব আর কি !

Abdul Malek
১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৬:১৯ অপরাহ্ন

এমন বেয়াই দরকার।

মোহাম্মদ আলী রিফাই
১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৫:৪৯ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

১০

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের, প্রত্যাখ্যান তেহরানের/ ইরানে তীব্র হামলা চালানোর নির্দেশ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status