খেলা
আবারও রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ৩:৫৬ অপরাহ্ন
এএফসি চ্যাম্পিয়ন্স লীগে জোড়া গোলের পর সৌদি প্রো লীগেও বাজিমাত পর্তুগিজ তারকা রোনালদোর। জোড়া গোল এবং অসাধারণ পারফর্মেন্সে ২-০ গোলের সহজ জয় পেয়েছে আল নাসর।
শুক্রবার ঘরের মাঠে লীগের ম্যাচে দামাকের বিপক্ষে নামে রোনালদোর আল নাসর। শুরু থেকেই দাপুটে ফুটবল দেখাচ্ছিল তারা। কিংস সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন রোনালদো। ডি বক্সের মধ্যে আব্দেলকাদের বেদরেন ফাউল করলে তাকে হলুদ কার্ড দেখান রেফারী। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে পিছিয়ে থাকা দামাক খায় আরেকটি হোঁচট। ৫৬তম মিনিটে বেদরেন লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। দশ জনের দলকে পেয়ে ম্যাচের ৭৯তম মিনিটে গোল ব্যবধান বাড়ান ৩৯ বছর বয়সী রোনালদো। বাঁ পাশ থেকে সতীর্থের পাঠানো বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি তিনি। ম্যাচের শেষদিকে হ্যাট্রিকের সহজ সুযোগ পেলেও রোনালদো বল বাড়ান সতীর্থ তালিস্কার দিকে। সেই পাসকে গোলে পরিণত করলে তা বাতিল হয় অফসাইডের কারণে। জোড়া গোলে ম্যাচসেরা নির্বাচিত হন রোনালদো। টানা তিনবার এই নিয়ে ম্যাচসেরা হলেন তিনি।
লীগে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আল নাসরের অবস্থান তালিকার তৃতীয়তে। একটি করে কম ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ এবং ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল। চলতি বছরে ৫০ ম্যাচে ৪২ গোল করেছে রোনালদো। দুই গোলে এই পর্তুগিজ তারকার মোট গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৯১৫-তে। হাজার গোলের মাইলফলক স্পর্শের লক্ষ্যে প্রয়োজন আরও ৮৫ গোল।