ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

অর্নূধ্ব-১৬ বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৫:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৩ অপরাহ্ন

mzamin

অনূর্ধ্ব-১৬ বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটের পর এবার এই আইনের অনুমোদন দিল উচ্চকক্ষ। ২০২৫ সালে আইনটি কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। এর মধ্য দিয়ে বিশ্বে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে প্রথম দেশ হতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, দেশটির সরকার বলছে শিশুদের সুরক্ষার কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ আইনের ব্যাপারে কঠোর অবস্থানের কথাও জানিয়েছে সরকার। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে জরিমানার সতর্ক বার্তা দেয়া হয়েছে। সুতরাং মেটার মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটককে আইনের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কেননা এসব প্রতিষ্ঠান যদি ১৬ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া চালাতে লগইন করার অনুমতি দেয় তাহলে তাদের ৩২ বিলিয়ন ডলার জরিমানা করা হবে। আগামী জানুয়ারি থেকে প্রাথমিকভাবে নতুন এই প্রক্রিয়া শুরু হবে এবং এক বছরের মধ্যে এটি বাস্তবায়িত হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘ক্ষতিকর’ সামাজিক মাধ্যম থেকে শিশুদের রক্ষায় এই আইন প্রয়োজন। তার এই মতকে দেশটির অনেক বাবা-মা ই সর্মথন করেন। তবে সমালোচকরা বলেছেন, এই নিষেধাজ্ঞা কীভাবে কার্যকর করা হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এছাড়া প্রাইভেসি এবং সামাজিক সংযোগের ওপর এর প্রভাব কেমন হবে তাও স্পষ্ট নয়। গত সপ্তাহে পার্লামেন্টের নিম্নকক্ষে আইনটি উত্থাপন করেন প্রধানমন্ত্রী আলবানিজ। ওই সময় তিনি বলেন, এটি একটি বৈশ্বিক সমস্যা। আমরা চাই তরুণ অস্ট্রেলিয়ানরা সত্যিকার অর্থে একটি শৈশব পাক। আমরা চাই বাবা-মায়েরা যেন শান্তি পান। তবে এই আইন বাস্তবায়নের ফলে দেশটিতে ভিপিএন ব্যবহারের মাত্রা বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।
 

পাঠকের মতামত

যুগান্তকারী সিদ্বান্ত , নৈতিক অভক্ষ্যয় থেকে মুক্ত হতে আমাদের দেশেও এরকম প্রয়োজন।

রেজওয়ান আহমদ চৌধুরী
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ২:০৬ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার মত আমাদের দেশে শিশুদের রক্ষার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা আশু প্রয়োজন।

মোঃ মোদাচ্ছের হোসেন
২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৬:২২ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status