ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব ১৪৪৬ হিঃ

কলকাতা কথকতা

জলপথে ভারত ভ্রমণে বেরিয়ে অস্বাভাবিক মৃত্যু জার্মান পর্যটকের

সেবন্তী ভট্টাচার্য্য, কলকাতা প্রতিনিধি

(১ মাস আগে) ২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ৬:২০ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে  এসে অস্বাভাবিক মৃত্যু হলো এক জার্মান পর্যটকের। সূত্রের খবর, হাওড়ার বি গার্ডেন থেকে স্পেশাল ক্রুজে বুধবার বেনারস যাওয়ার কথা ছিল বেশ কয়েকজন জার্মান পর্যটকের। সেই দলেই ছিলেন ৯১ বছরের রিচার্ড কার্ল ম্যাক্স। তার আগেই অঘটন। আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই বিদেশি পর্যটক। দ্রুত তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। পুলিশ সূত্রে খবর, গত ২০ নভেম্বর এক দল বিদেশি কলকাতায় আসেন। সেই দলে ছিলেন ২৪ জন জার্মান এবং ১৪ জন আমেরিকান। কলকাতা ঘুরে তাঁদের যাওয়ার কথা ছিল বারাণসীতে। হাওড়া থেকে স্পেশাল ক্রুজ়ে চেপেই গন্তব্যে পাড়ি দেওয়ার কথা ছিল বিদেশি পর্যটকদের। মঙ্গলবার রাতেই তাঁরা ‘গঙ্গাবিহার’ নামে ক্রুজে চলে আসেন। ছিলেন রিচার্ড কার্ল ম্যাক্সও । এদিন ক্রুজের ভিতর তিনি অসুস্থ বোধ করতে থাকেন। জাহাজটি নোঙর করে জনকে নিয়ে যাওয়া হয় আন্দুলের এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, তাঁর মৃত্যু হয়েছে।  অনেকেই বার্ধক্যজনিত অসুস্থতার কথা বললেও ধোঁয়াশা রয়েই যাচ্ছি। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে বি গার্ডেন থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শারীরিক সমস্যার জেরেই আচমকা মৃত্যু হয়ে থাকতে পারে। তবে আসল উত্তর পেতে সকলেই তাকিয়ে ময়নাতদন্তের রিপোর্টের দিকে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে জার্মানি দূতাবাসে। ভারতে এসে বিদেশি পর্যটকের মৃত্যুর তদন্ত যথেষ্ট গুরুত্বের সঙ্গে করা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে।

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status