ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

এএফপি’র প্রতিবেদন

হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে ছাড়ানো উক্তি মিথ্যা

মানবজমিন ডেস্ক

(৪ মাস আগে) ২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশের পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে দাবি করা হয় যে, একটি পডকাস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্প বলেছেন, হাসিনা যেহেতু পদত্যাগ করেননি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে ছড়ানো এই উক্তি মিথ্যা বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সংস্থাটির তথ্য যাচাই টিম জানিয়েছে ট্রাম্পকে জড়িয়ে সামাজিক যোগাযেগামাধ্যমে যে তথ্য ছাড়ানো হয়েছে তা মিথ্যা বা ভুয়া। হাসিনাকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি ডনাল্ড ট্রাম্প।  

এএফপি’র খবরে বলা হয়, গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারানোর কয়েক মাস পর শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয়, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার একটি পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন যে, হাসিনা পদত্যাগ না করায় এখনও তিনিই দেশের প্রধানমন্ত্রী। কিন্তু ট্রাম্প ওই সাক্ষাৎকারে এমন কোনো কথাই বলেননি। এমনকি বাংলাদেশ প্রসঙ্গেও কোনো মন্তব্য করেননি নির্বাচিত এ মার্কিন প্রেসিডেন্ট। 

বার্তা সংস্থাটির খবরে আরও বলা হয়, পিডিবি পডকাস্টের উপস্থাপক প্যাট্রিক বেট-ডেভিডের সঙ্গে বসে আলাপচারিতা করছেন ট্রাম্প, এমন একটি ছবি ফেসবুকের ওই পোস্টে যুক্ত করা হয়েছিল। ছবির উপরে বাংলায় লেখা ছিল, ‘আমি মনে করি হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী: ট্রাম্প’। একই দাবি করে ফেসবুকে এমন আরও অনেক পোস্ট দেয়া হয়েছে। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের এমন মন্তব্যের পরই হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে এমন ভুয়া তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। যা সত্য নয়।

পাঠকের মতামত

খুনী ফ্যাসিস্ট হাসিনা ও তার গণবিরোধী দল আওয়ামী লীগ পুরোপুরি মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটি শূণ্যগর্ভ ও নৈতিকতা বর্জিত রাজনৈতিক দল।

হালিম
২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ২:৫০ অপরাহ্ন

এদের দেহের রক্ত দূষিত হয়ে গেছে । এদের দেহের পুরো রক্ত প্রবাহ সম্পূর্ণ রূপে না বদলানো পর্যন্ত এরা ভালো হবে না ।

Mohammed
২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:১৭ অপরাহ্ন

আওয়ামী লীগ ও তাঁর দোসররা মহা মিথ্যুক । তারা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। যেমনটা ২০১৪,২০১৮ ও ২০২৪ এ ৩বার তারা বাংলাদেশে ভোটবিহিন ভুয়া নির্বাচন করে ক্ষমতাসীন ছিলো !

বীর বাংগালী
২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১:১৫ অপরাহ্ন

আশ্চর্যজনক হলেও সত্য, এদেশের মিডিয়াগুলো এখনো হাসিনার প্রেম লালন করে! এরা আর কখন দেশপ্রেমিক হবে? স্বৈরাচার হাসিনা এবং তার দলের খবর প্রচার না করলে ওদের ঘুম হয় না!!

মিজানুর রহমান
২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৪৫ অপরাহ্ন

ছোটবেলায় গল্প শুনেছিলাম; শয়তান চোর মরে গিয়েও পিছনে বাঁশ লটকে তার গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি I কি জন্য এখনো খুনি হাসিনার সংবাদ প্রচার করতে হবে? মিডিয়া গুলো কি অন্তর্বর্তী সরকারের সহযোগী হয়ে দিকনির্দেশনামূলক প্রচারণা চালাতে পারেনা যাতে দেশের ও জনগনের মঙ্গোল হয় I

Rafiq
২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:০৭ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status