বিশ্বজমিন
ইরানের ৩০ শতাংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরাইলের
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৬ জুন ২০২৫, সোমবার, ৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

ইরানের ৩০ শতাংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি করেছে ইসরাইলের সেনাবাহিনী। দুই দেশের উত্তেজনা চতুর্থ দিনে প্রবেশ করেছে। এর মধ্যে ইরানের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপ করা ১২০টি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে। এগুলো ধ্বংস করতে ৫০টি যুদ্ধবিমান ব্যবহার করেছে ইসরাইল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল এফেই ডেফরিন টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে দাবি করেছেন, ইরানের মোট ক্ষেপণাস্ত্রের এক তৃতীয়াংশ ধ্বংস করা হয়েছে। এছাড়া তেহরানের আকাশ ব্যবস্থা নিয়ন্ত্রণে নেয়ারও দাবি করেছে দেশটি। ডেফরিন বলেছেন, আমরা এখন বলতে পারি যে, আমরা তেহরানের পুরো আকাশ ব্যবস্থার দখল নিয়েছি।
পাঠকের মতামত
ঐতিহাসিকভাবে তারা মিথ্যা কথা বলে।তাদের চক্রান্তে রোমানরা যিশু খৃস্টকে ক্রুশ বৃদ্ব করেছিল।ইরান এত বোকা জাতির প্রতিইধিত্ব করে না।কিছুটা হয়ত করেছে,তারা তাহলে বলুক কত হাজার লাঞ্চারের ৩০% ধংস করেছে।মিথ্যা কাহিনী,তারা এখন ফেসে গেছে,এখন রাশিয়া বৃটেন,ফ্রান্সের পা ধরে যুদ্ব বন্ধ করাতে চাইবে।ঠেলার নাম বাবাজি।