ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রজব ১৪৪৬ হিঃ

কলকাতা কথকতা

ভূমিকম্পের হাত থেকে রক্ষা করতে কলকাতা শহরের প্রাণকেন্দ্রে বসানো হবে ‘সিসমিক বিম’

মানবজমিন ডিজিটাল

(২ মাস আগে) ১৬ নভেম্বর ২০২৪, শনিবার, ৮:০৭ অপরাহ্ন

mzamin

বিশেষজ্ঞদের অভিমত, কলকাতা ভূমিকম্প প্রবণ শহর। তাই কলকাতাকে ভূমিকম্পের হাত থেকে রক্ষা করতে শহরের প্রাণকেন্দ্রে বসানো হবে ‘সিসমিক বিম’। কলকাতার শতাব্দী প্রাচীন নিউমার্কেট হেরিটেজ তকমাপ্রাপ্ত।  ১৮৭৪ সালে এসএস হগ মার্কেট তৈরি হয়। প্রায় ২বছর ধরে নিউমার্কেট সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে।  ১৫০ বছর আগে কলকাতা মিউনিসিপ‌্যাল কর্পোরেশন এই বাজারকে অধিগ্রহণ করে। মূল কারণ শহরের বৃটিশ নাগরিকদের নিজস্ব বাজার হিসাবে গড়ে তোলা হয়। ক্রমশ ‘হেরিটেজ’ তকমা পায় এই বাজার। সাম্প্রতিক পুরসভার তথ‌্য বলছে, অন্তত ৩ হাজার ব‌্যবসায়ী দৈনিক ব‌্যবসা করেন। মূলত এই হেরিটেজ ভবনের সুরক্ষার জন‌্য এই চত্বরে ‘সিসমিক বিম’ বসানোর ব‌্যবস্থা করা হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, সিসমিক বিম অনেকটা টাওয়ারের মতো। 

নিউমার্কেটে ঢোকার মুখে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমিকম্প প্রতিরোধক এই যন্ত্র অনেকটা টাওয়ারের মতো। তবে তা বসানোর জন‌্য অনেকটা জায়গা দরকার। তাই আগে ব‌্যবসায়ীদের সঙ্গে আলোচনা প্রয়োজন। কারণ, কয়েকজন ব‌্যবসায়ীকে সাময়িকভাবে অন‌্যত্র বসাতে হবে। পুরসভার এক আধিকারিকের কথায়, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই কাজ করতে হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কলকাতার  মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই বাজার বিভাগ থেকে ‘সিসমিক বিম’ স্থাপনের জন‌্য প্রায় ২৬ কোটি টাকার ডিপিআর (ডিটেল প্রজেক্ট রির্পোট) তৈরি করা হয়েছে। দিন দুই আগে বিভাগীয় মেয়র পারিষদ-সহ বাজার ও অন‌্যান‌্য বিভাগের ইঞ্জিনিয়াররা নিউমার্কেট এলাকা পরিদর্শন করেন। হেরিটেজ ভবনের জন্য প্রাথমিক পর্যায়ে কিছু সমস্যা ছিল। বর্তমানে তিলোত্তমার পুরনো বাজারের রূপবদলের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের রিপোর্টের পরিপ্রেক্ষিতে,সংস্কারের কাজে গতি আনা হচ্ছে। ইতিমধ্যে মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে ইতিমধ্যে মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি পুরো বিষয়টি খতিয়ে দেখেন।

সূত্র : সংবাদ প্রতিদিন

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status