খেলা
প্যারাগুয়ের মাঠে নিষিদ্ধ আর্জেন্টিনার জার্সি!
স্পোর্টস ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৭ অপরাহ্ন
২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামীকাল ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ভেন্যু প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের দেল চাকো স্টেডিয়াম। ঘরের মাঠে গ্যালারিতে মেসির ১০ নম্বর জার্সি পরে কোনো সমর্থকদের না ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্যারাগুয়ে। এর জবাবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি প্রতিপক্ষের প্রতি সম্মান জানিয়ে বলেছেন, মেসি সবকিছুর ঊর্ধ্বে।
প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের (এপিএফ) লাইসেন্সিং ম্যানেজার ফের্নান্দো ভিয়াসবোয়া গতকালও স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা অন্য দলের জার্সি অনুমোদন করব না। বিষয়টি মেসিকে নিয়ে নয়। আমরা সব ফুটবলারের ক্যারিয়ারকেই সম্মান করি। ঘরের মাঠ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এটাই কারণ।’
এর মানে শুধু মেসির ১০ নম্বর জার্সি নয়, আর্জেন্টিনার জার্সি নিয়ে মাঠে ঢুকতে পারবেন না স্থানীয় দর্শক। কিন্তু এ নিষেধ যে পুরোপুরি মানা হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে স্কালোনির। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্যারাগুয়ের ফুটবলারদের জন্য সবাই চায় জাতীয় দলের জার্সি পরা হোক। কিন্তু লিও (মেসি) সবকিছুর ঊর্ধ্বে, আর্জেন্টিনার জার্সি তাই থাকবে (গ্যালারিতে)।’
স্কালোনি মনে করেন, এই নিষেধাজ্ঞার পরও প্যারাগুয়ের কিছু সমর্থকের গায়ে মেসির জার্সি দেখা যাবেই। স্কালোনি বলেন, ‘এর অর্থ এই নয় যে তারা (স্থানীয় দর্শক) প্যারাগুয়েকে সমর্থন করে না। আমার মতে, সে (মেসি) কী, তা ফুটবল-সংশ্লিষ্টদের স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি ভালো। জার্সি থাকলেই আর্জেন্টিনার সমর্থক হয়ে যাবেন, ব্যাপারটি এমনও নয়।’
প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারোও এ নিয়ে বলেন, ‘জার্সি নিষিদ্ধ করার বিষয়ে আমার কিছুই করার নেই। এ নিয়ে কোনো ধারণাই নেই আমার। আমার মনে, সম্ভাব্য সংঘাতের সম্ভাবনা এড়াতেই এমন সিদ্ধান্ত। মেসি আগামীকাল (বাংলাদেশ সময় আজ রাত ৩টা) আমাদের প্রতিপক্ষ। পেরুর বিপক্ষে আমি চাই সে জীবনের সেরা ম্যাচটা খেলুক, কিন্তু আগামীকাল নয়।’
প্যারাগুয়েতে ২০১৩ সালে সর্বশেষ জিতেছে আর্জেন্টিনা। ২০১৫ ও ২০২১ সালে সর্বশেষ দুই ম্যাচে ড্র করেছে। আর ২০০৫ ও ২০০৯ সালে দুই ম্যাচেই হেরেছে আর্জেন্টিনা। ২০০৫ সালে মেসির অভিষেকের পর প্যারাগুয়েতে শুধু একটি ম্যাচই জিততে পেরেছে আর্জেন্টিনা।