খেলা
বিশ্বকাপে যাওয়ার আগে ব্লাইন্ড ক্রিকেট দলের বাধা-বিপত্তি
স্পোর্টস রিপোর্টার
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবারআগামী ২৩শে নভেম্বর পাকিস্তানের লাহোর ও মুলতানে পর্দা উঠবে ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপের চতুর্থ আসরের। বাংলাদেশসহ সাত দল অংশগ্রহণ করবে এবারের আসরে। বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। গতবার ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারা বাংলাদেশের লক্ষ্য এবার ট্রফি নিয়ে ঘরে ফেরা। কিন্তু দেশ ছাড়ার আগে নানা বাধা-বিপত্তির মুখে রয়েছে দলটি। এখন পর্যন্ত স্পন্সর নিশ্চিত করতে না পারা বাংলাদেশ দলকে বিশ্বকাপ খেলতে খরচ করতে হবে অন্তত ৩০ লাখ টাকা। এটা নিয়েই চিন্তায় আছেন ব্লাইন্ড ক্রিকেটের কর্মকর্তারা।
গতকাল সরজমিন দেখা যায়, ধানমণ্ডি শেখ জামাল ক্লাবের এক কোণার নেটে অনুশীলন করছেন ব্লাইন্ড ক্রিকেট দলের ক্রিকেটাররা। সেখানে দুই ভারতীয় কোচের পাশাপাশি একজন দেশি কোচ ছিলেন ক্রিকেটারদের সঙ্গে। এ ছাড়া ছিলেন চারজন সংগঠক। প্রথমে নেটে ব্যাটিং, বোলিং দিয়ে অনুশীলন করেন। মাঝে অনুশীলনে বিরতিতে রাখা হয় নাস্তার ব্যবস্থা। তবে পেশাদার ক্রিকেটারদের মতো সে রকম কোনো ব্যবস্থা ছিল না। এ নিয়ে সংগঠকরা বলছেন, এ ধরনের নাস্তা কোনো পেশাদার ক্রিকেট দলকে দেয়া হয় না, কিন্তু আর্থিক সংকটের কারণে তাদের আসলে কিছু করার নেই। এই আর্থিক সংকটের রেশ আছে ক্রিকেটারদের মধ্যেও। তারা পাচ্ছেন না কোনো ধরনের টিএ-ডিএ। শুধুমাত্র থাকার ব্যবস্থা করা হয়েছে ক্রিকেটারদের জন্য। আর্থিক সুবিধা না থাকলেও লাল-সবুজের জার্সিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগটাই হাতে নিতে চান তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা যেন ক্রিকেট খেলতে পারেন সেটার দেখভালের জন্য আছে একটি বিশেষ বিভাগ। ফিজিক্যাল চ্যালেঞ্জড বিভাগের দায়িত্বে আছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। ব্লাইন্ড বিশ্বকাপে যাওয়ার আগে বিসিবি’র সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে কিনা ওই প্রশ্নের জবাবে এক কর্মকর্তা জানান, যোগাযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি। এ প্রসঙ্গে ব্লাইন্ড ক্রিকেটের ক্লাব প্রতিনিধি রাজ বলেন, ‘বিসিবি’র নতুন সভাপতি হওয়ার পর আমরা যোগাযোগ করেছি, আকরাম ভাইয়ের সঙ্গেও কথা বলেছি কিন্তু কোনো সমাধান আসেনি। এই উইংসটা যেহেতু আছে সেক্ষেত্রে তো আমাদের সাহায্য করা উচিত। আমরা যাচ্ছি যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক কিন্তু এই উইংসটা খুবই অবহেলিত।’ তবে এটা নিয়ে আরেক ব্লাইন্ড ক্রিকেটের কর্মকর্তা মোহাম্মদ তাইজউদ্দিন দৈনিক মানবজমিনকে বলেন, ‘আমরা বিসিবি’র কোনো ধরনের সহযোগিতা চাই না। আমাদের চাওয়া এনএসসি আমাদেরকে অনুমোদন দিয়ে ফেডারেশন গঠনের সুযোগ করে দিক।’ নিজেদের দিক থেকে চেষ্টা করা হয়েছে কিনা প্রশ্নে এই কর্মকর্তা বলেন, ‘একাধিকবার কথা বলেছি, আলোচনা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। নতুন সার্চ কমিটিও আমাদের সঙ্গে কথা বলেছে কিন্তু তাতেও কোনো সমাধান এখনো আসেনি।’
শেষ পর্যন্ত টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে কোনো ধরনের সহযোগিতা তারা পাবেন কিনা সেটা নিয়ে তারা সন্দিহান। ইতিমধ্যে অনুশীলন করা ব্লাইন্ড ক্রিকেট দলের স্কোয়াড গঠন করা হয়েছে মূলত বিসিবি’র ফিজিক্যাল চ্যালেঞ্জড বিভাগে জমা দেয়া ক্লাবগুলোর ক্রিকেটার তালিকা থেকে। ১৬টি দল থেকে মোট ২০ জন ক্রিকেটারকে বেছে নেয়া হয়েছে প্রাথমিক স্কোয়াডে। সেখান থেকে ১৫ জন ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে ব্লাইন্ড ক্রিকেট দল।