খেলা
শীর্ষে ফিরলেন আফ্রিদি বিরাট লাফ নাসুমের
স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবারদীর্ঘ ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতে পাকিস্তান। এতে ওয়ানডের বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন শাহিন শাহ আফ্রিদি। ব্যাটিংয়ে ১ নম্বরে থাকা বাবর আজম নিজের অবস্থান আরও মজবুত করলেন। র্যাঙ্কিংয়ে বিরাট লাফ দিয়েছেন নাসুম আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বল হাতে নৈপুণ্য দিয়ে র্যাঙ্কিংয়ে ৪৯ ধাপ এগিয়েছেন বাংলাদেশের এ বাঁহাতি স্পিনার। একই সিরিজে নৈপুণ্যের সুবাদে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠেছেন নাজমুল হোসেন শান্ত। শাহিন আফ্রিদি অজিদের বিপক্ষে সিরিজের ৩ ম্যাচে ১২.৬২ গড়ে নিয়েছেন ৮ উইকেট। এর ফলে আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে এক নম্বর স্থান দখলে নেন তিনি। এখন তার রেটিং পয়েন্ট ৬৯৬, যা তার ক্যারিয়ার সর্বোচ্চ। আফ্রিদি সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের সময় বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে তার অবস্থান ছিল চতুর্থ। ২ নম্বরে থাকা রশিদ খানের সঙ্গে আফ্রিদির রেটিংয়ের পার্থক্য ৯। গত সপ্তাহে শীর্ষে থাকা স্পিনার কেশব মহারাজ দুই ধাপ নিচে নেমে গেছেন। এক ধাপ নেমে ৪ নম্বরে আছেন কুলদীপ যাদব। রউফ অস্ট্রেলিয়া সিরিজে ১০ উইকেট নিয়ে সিরিজ সেরা হন। নাসিম শাহও অস্ট্রেলিয়া সিরিজে দারুণ বোলিং করেছেন। তিন ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে এগিয়েছেন ১৪ ধাপ, তার অবস্থান ৫৫তম।
বাংলাদেশের খেলোয়াড়দের অবস্থান
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে বল হাতে ৯ ধাপ এগিয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। এখন তার অবস্থান ২৪ নম্বরে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিনি আছেন ৪ নম্বরে। পেসার শরীফুল ইসলাম নেমে গেছেন ১০ ধাপ। অবস্থান করছেন ৩৪ নম্বরে। অন্যদিকে মোস্তাফিজুর রহমান এগিয়েছেন ৬ ধাপ। তার অবস্থান ৩৭-এ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে ৩ উইকেট নেয়া স্পিনার নাসুম আহমেদ বোলারদের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন। ৪৯ ধাপ এগিয়ে উঠেছেন ৭২তম স্থানে। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ভালো অবস্থান বাংলাদেশ অধিনায়কের। আফগানিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪৭ ও ৭৬ রানের ইনিংস খেলে নাজমুল হোসেন শান্ত এগিয়েছেন ১১ ধাপ, আছেন ২৪ নম্বরে। এটি তার ক্যারিয়ারসেরা অবস্থান। প্রথম ম্যাচের পর চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিম ৭ ধাপ পিছিয়েছেন, আছেন ৩০ নম্বরে। শেষ ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহ এগিয়েছেন ১০ ধাপ। তার বর্তমান অবস্থান ৪৪তম।