কলকাতা কথকতা
মিছিলনগরী কলকাতা মে দিবসে দেখলো যৌনকর্মীদের দাবিদাওয়া নিয়ে অভিনব পদযাত্রা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ১ মে ২০২২, রবিবার, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৬ অপরাহ্ন

ফাইল ফটো
পহেলা মে সারা ভারত উদযাপন করছে শ্রমিকদের অধিকার রক্ষার দিন মে দিবস। আর এই দিন উপলক্ষে কলকাতার শুধু নয় এশিয়ার অন্যাতম সেরা রূপপোজিবিনীদের এলাকা সোনাগাছির যৌনকর্মীরা তাদের শ্রমিকের অধিকার চেয়ে মিছিল করল কলকাতার বড়তলা থানা এলাকায়। কয়েকশো যৌনকর্মী হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে হাঁটলেন। স্লোগান দিলেন, প্রিভেনশন কেয়ার আন্ড রিহ্যাবিলিটেশন আক্ট এর বিরুদ্ধে। আই টি পি এ কে ধারা প্রত্যাহারের জন্যও স্লোগান উঠলো। প্ল্যাকার্ড ছিল - পুলিশের যখন তখন অত্যাচারের ওপর। যৌনকর্মীদের দাবির মধ্যে একটি হল - পয়তাল্লিশ বছর বয়স হয়ে যাবার পর পেনশন প্রকল্প চালু করা। মিছিলে হাঁটতে হাঁটতে যৌনকর্মী আলোরানী দাস বললেন, এই পেশায় পয়তাল্লিশ হয়ে গেলেই রিটায়ার নিতে হয়। কাজ না পেয়ে অনেকেই অভাব অনটনে ভোগেন। তাই, তাঁদের পেনশন এর দাবি। মে দিবসটিকে কেন তাঁরা বেছে নিয়েছেন প্রতিবাদ জানানোর জন্য? বছর তিরিশের পল্লবী দাসের কথায়, বিনোদন বিতরণ করেন তাঁরা। সব পেশায় টাইম বাঁধা আছে। তাদের পেশায় টাইম এর কোনো মা বাবা নেই। তাই, তাঁরা শ্রমিকের মর্যাদা চান। চান নির্দিষ্ট সময় পরিষেবা দিতে। পদযাত্রায় অংশ নেন বিধায়ক মদন মিত্র, পুরমাতা সুনন্দা সরকার, পঁচিশ নম্বর ওয়ার্ড এর পুরপিতা রাজেশ সিনহা। আন্দোলনের নেত্রী যৌন কর্মী ললিতা সাহা বলেন, যৌনকর্মীরা না থাকলে পাড়ায় পাড়ায় ধর্ষণ আরও বেড়ে যেত। সরকারের উচিত সেই কথা মাথায় রেখে যৌনকর্মীদের আরও সুযোগ সুবিধা দেওয়া।