খেলা
থাইল্যান্ড থেকে এসে জোড়া রেকর্ড গড়লেন রাফি
স্পোর্টস রিপোর্টার
১১ নভেম্বর ২০২৪, সোমবারপুরুষ বিভাগে দিনের শেষ ইভেন্ট ছিল ১০০ মিটার ফ্রি স্টাইল। মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সের সব দর্শক চেয়ে ছিলেন সামিউল ইসলাম রাফির দিকে। বাংলাদেশ নৌ বাহিনীর এই সাঁতারু রেকর্ড গড়বেন কিনা সেটাই ছিল সবার কৌতূহলের কেন্দ্রে। রাফি শেষ পর্যন্ত সোনা জিতেছেন। কিন্তু রেকর্ড আর গড়া হলো না থাইল্যান্ডে অনুশীলনে থাকা এই সাঁতারুর। মিরপুরে চলমান ৩৩তম ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অবশ্য আগের দুটি ইভেন্টে রেকর্ড গড়ে সোনা জিতেছেন এই সাঁতারু। দিন শেষে তাই খুব বেশি আক্ষেপ ছিল না রাজবাড়ীর সাঁতারুর। দ্বিতীয় দিনে রাফি নিজে দুটি ইভেন্টে রেকর্ড গড়েছেন। এর মধ্যে সকালে ২০০ মিটার ইনডিভিজুয়াল মিডলেতে রেকর্ড গড়ে সোনা জেতেন। তিনি সময় নেন ২ মিনিট ০৯.৯৯ সেকেন্ড। গত বছর কাজল মিয়ার রেকর্ড ভাঙেন তিনি। এরপর ২০০ মিটার ব্যাকস্ট্রোকে দুপুরে গড়েন নতুন জাতীয় রেকর্ড। তিনি এই ইভেন্টে সময় নেন ২ মিনিট ১০:৮৭ সেকেন্ড। এর বাইরে গতকাল আরেকটি ইভেন্টে রেকর্ড গড়ে সোনা জিতেছেন রোমানা আক্তার। মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সকালে রেকর্ড গড়েন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু। তিনি সময় নেন ২.৫১:৩৫ সেকেন্ড। নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি। গতকাল সব মিলিয়ে রেকর্ড হয়েছে ৩টি ইভেন্টে। দুই দিনে এ পর্যন্ত রেকর্ড হলো ৭টি ইভেন্টে। বিশ্ব সাঁতার সংস্থার (ফিনা) বৃত্তি নিয়ে রাফি গত বছর গেছেন থাইল্যান্ডে। সেখানে ফুকেটের থানিয়াপুরা স্পোর্টস অ্যান্ড হেলথ রিসোর্টে রাশিয়ান কোচ আলেকজান্ডার তিখনভের অধীনে অনুশীলন করেন। দ্বিতীয় দিন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী ১৭টি স্বর্ণ, ১৩টি রুপা, ছয়টি ব্রোঞ্জ পদক নিয়ে এগিয়ে রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী চারটি স্বর্ণ, আটটি রুপা ও ১২টি ব্রোঞ্জ এবং বিকেএসপি তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে।