অনলাইন
উপদেষ্টা হচ্ছেন আরও পাঁচ জন
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১০ নভেম্বর ২০২৪, রবিবার, ৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে আরও পাঁচ জন যোগ দিচ্ছেন। রোববার সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রের বরাতে দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এখন ২১ জন।
pls vetting with the stakeholders to avoid criticism.
আমাকেও নেন।
সাংবাদিক মাহমুদুর রহমান, প্রফেসর সলিমুল্লাহ খান
ব্যারিস্টার ফূয়া্দকে চাই।
কাদেরকে উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে, শপথের অনেক আগেই তাদের নাম আগে প্রকাশ করতে হবে। এইটা কোন গোপন বিষয় না।
অবশ্যই ছাত্র জনতার পচ্ছন্দের লোক কাউকেই আর কখখনো উপদেষ্টা করা তো দুরে থাক বরং রক্ত স্নাত বিপ্লবের আদর্শের বিপরীত মেরুর ব্যাক্তদেরই সম্মেলন কেন্দ্র হবে এই উপদেষ্টা ক্লাবটি। কারণ এটা গঠিত হয়ে থাকে ভারতীয় দক্ষিণ ব্লকের এদেশীয় দালাল প্রথম আলো গ্রুপের খবরদারিতে । আর ছাত্র সমন্বয়করা হা করে বসে থাকবে বরাবরের মতো ।
প্রফেসর সলিমুল্লাহ খান স্যারকে শিক্ষা উপদেষ্টা করা হোক।
প্রফেসর এবং লেখক / গবেষক সলিমুল্লাহ খানকে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা পদে বা অন্য কোনো উপদেষ্টার পদে দেখতে চাই l
সবাই উপদেষ্টা হলে অন্যায় অবিচারের প্রতিবাদ প্রতিরোধ করবেন কারা?
প্রফেসর সলিমুল্লাহ খান একজন প্রজ্ঞাবান লোক ।উপদেষ্টা পরিষদে তাঁর ঠাঁই হলে দেশের মানুষ উপকৃত হবেন। মেধা আর প্রজ্ঞার আলোতে উদ্ভাসিত করায় অবদান রাখতে সক্ষম হবেন।
পিনাকী ভট্টাচার্য সহ রাজনৈতিক ব্যাক্তি যেমন বিএনপির ফখরুল সাহেব আর গনঅধিকার পরিষদের নুরুল হোক নুর এদের উপদেষ্টা করে সংস্কার করলে ভালো হবে কারন যদি কোথাও বুল থাকে তাহলে সবাই মিলে কাজ করে সংস্কার করতে পারবে
সম্পাদক মাহমুদুর রহমান, প্রফেসর সলিমুল্লাহ খান, কনক সরোয়ার, পিনাকী ভট্টাচার্য, লেখক আব্দুল হাই শিকদার, ডাক্তার জাহিদুর রহমান।
ড. সলিমুল্লাহ খানকে উপদেষ্টা পরিষদে নেয়া হউক ।
শেখ বশির উদ্দিন এর ব্যাপারে আপত্তি শোনা যাচ্ছে
মতামত একটাই, যোগ্যতা সম্পন্ন ও নিরপেক্ষ মেধাবী হলে স্বাগত জানাই।
আবু লাইস মুহাম্মদ ফজলুল রহমান, মাজলূম সম্পাদক মাহমুদুর রহমান, প্রফেসর সলিমুল্লাহ খান তালিকাভুক্ত হলে সোনায় সোহাগ হতো।
সময়োপযোগী সিদ্ধান্ত। কোন কোন মহল ধারাবাহিকভাবে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে। উদ্ভূত সমস্যা মোকাবেলায় বিজ্ঞ এবং সিদ্ধান্ত গ্ৰহণের ক্ষেত্রে দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্নদের নিয়োগই দেশবাসীর প্রত্যাশা।
রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া নেতৃত্ব সফল হবেনা।
বর্তমান সময়ের একজন বড় বিজ্ঞানী ও বহুমুখি পান্ডিত্বের অধিকারী জনাব ডঃ এম শমসের আলি। তাকে কি উপদেষ্টা করা যায় না? ভেবে দেখুন।
বর্তমান পরিস্তিতিতে সাংবাদিক মাহমুদুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলে ভাল হবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব সলিউল্লাহ স্যারকে শিক্ষা উপদেষ্টা করা হোক।
Professor Yunus, please avoid taking recommendations from Daily Star প্রথম আলো কালবেলা, etc.
আমার দেশ পত্রিকার প্রাক্তন সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অথবা বাণিজ্য ও উপদেষ্টা ।
চমৎকার সিদ্ধান্ত।
ভালো হবে