অনলাইন
ফ্যানে ঝুলছিল স্বামী, জানালায় স্ত্রী
স্টাফ রিপোর্টার
(৭ মাস আগে) ৯ নভেম্বর ২০২৪, শনিবার, ৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৫ অপরাহ্ন
রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাসাটির একটি কক্ষের ফ্যানের সঙ্গে স্বামী এবং জানালার সঙ্গে স্ত্রীর মরদেহ ঝুলছিল। মৃত স্বামীর নাম জুবায়ের হোসেন বিপুল ও স্ত্রীর নাম মনিসা। শনিবার দুপুর ১২ টার দিকে বাসাটি থেকে মরদেহ উদ্ধার করা হয়। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, দুপুর ১২ টার দিকে খবর পেয়ে বাসাটির দরজা ভেঙ্গে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘরের ফ্যানের সঙ্গে স্বামী এবং জানালার সঙ্গে স্ত্রীর মরদেহ ঝুলছিল। উদ্ধারের পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে। তিনি আরও জানান, আড়াই মাস আগে জুবায়ের-মনিসা দম্পতি বিয়ে করেন। এরপর থেকে তারা সাবলেট হিসেবে এই বাসায় ভাড়া থাকতেন।
জানা গেছে, জুবায়ের রামপুরা এলাকার একটি গ্যারেজের মালিক।