বিশ্বজমিন
ট্রাম্পের প্রশংসায় পুতিন, সংলাপেও প্রস্তুত তিনি
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৪২ অপরাহ্ন
ডনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে সংলাপের কথাও জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ট্রাম্পকে হত্যাচেষ্টা করার পরেও তিনি সাহসিকতার সঙ্গে নির্বাচনে লড়াই করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তার প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট। এছাড়া মস্কো নির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্টের সঙ্গে সংলাপের জন্যও প্রস্তুত রয়েছে বলে জানান পুতিন। সোচির রাশিয়ান ব্ল্যাক সি রিসোর্টে ভালদাই আলোচনা ক্লাবের এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা জানিয়েছেন তিনি।
ট্রাম্পের জয়ের পর প্রকাশ্যে প্রথম মন্তব্য করলেন মস্কোর নেতা। জুলাই মাসে পেনসিলভানিয়ায় একটি প্রচারণা সমাবেশে বক্তৃতা করার সময় ট্রাম্পকে হত্যার চেষ্টা করে এক বন্দুকধারী যুবক। সেদিন বন্দুকধারীর গুলি ট্রাম্পের কান ঘেঁষে চলে যায়। অল্পে রক্ষা পান ট্রাম্প। স্টেজ থেকে নিয়ে যাওয়ার সময় তিনি তার সমর্থকদের উদ্দেশে বলেন ফাইট, ফাইট, ফাইট। নিঃসন্দেহে তার এমন সাহসী উচ্চারণ আমেরিকানদের উজ্জীবিত করেছে। যার বাস্তব প্রতিফলন ঘটেছে নির্বাচনে। জনগণ তাকেই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করলেন।
একাধিকবার হত্যাচেষ্টার শিকার হয়েও নির্বাচনী লড়াইয়ে সাহসীকাতার সঙ্গে লড়াই জারি রেখে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট-নির্বাচিত হওয়ায় ট্রাম্পের ভূয়োদর্শী প্রশংসা করেছেন পুতিন। তিনি বলেন, ‘আমার মতে, তিনি (ট্রাম্প) খুব সঠিক উপায়ে সাহসিকতার সঙ্গে একজন সত্যিকারের মানুষের মতো আচরণ করেছিলেন। আমি তাকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানাতে একটি সুযোগ গ্রহণ করেছি মাত্র।’ নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে যে মন্তব্য করেছিলেন তা মনোযোগের দাবি রাখে বলে মনে করেন পুতিন। বলেন, ইউক্রেনের সংকটের অবসান ঘটাতে রাশিয়ার সাঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছা সম্পর্কে যা বলা হয়েছিল, আমার মতে এটি অত্যন্ত মনোযোগের দাবি রাখে।
উল্লেখ্য, টানা আড়াই বছর ধরে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। আর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় রাশিয়ার বিরুদ্ধে পাল্টা জবাব দিচ্ছে কিয়েভ। মস্কোর সাথে এই যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের সমালোচনা করেছেন ট্রাম্প।