ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

বায়ার্নের জয়ের আনন্দ ছাপিয়ে সমর্থকের মৃত্যুর শোক

স্পোর্টস ডেস্ক
৮ নভেম্বর ২০২৪, শুক্রবারmzamin

মিউনিখে ম্যাচজুড়ে গ্যালারির পরিবেশ ও উত্তেজনা স্তিমিত থাকলো অনেকটাই। গোলের উদযাপন ও উল্লাস হলো বটে। তবে সেটিও দীর্ঘ হলো না খুব একটা। সব মিলিয়ে অনেকটাই মিইয়ে থাকলো আবহ। কারণ, জীবনের আগে যে ফুটবল নয়! ম্যাচের শুরুর দিকেই এক সমর্থকের অসুস্থতার খবর জেনে ম্যাচের উচ্ছ্বাসে লাগাম টানেন বায়ার্ন মিউনিখের সমর্থকেরা। ঘরের মাঠে চ্যাম্পিয়নস লীগের ম্যাচটিতে বুধবার বায়ার্ন মিউনিখ ১-০ গোলে হারায় বেনফিকাকে। ম্যাচের পর জানা যায়, হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন ওই সমর্থক।
ম্যাচের শুরুটা ছিল স্বাভাবিকভাবেই। তবে খেলা শুরুর কয়েক মিনিট পরই জানা যায়, জরুরি চিকিৎসার প্রয়োজন পড়েছে একজন সমর্থকের। প্যারামেডিকস ও পুলিশ সদস্যরা এগিয়ে যান দ্রুত। বায়ার্নের সমর্থকগোষ্ঠি ক্লাব এনআর ১২ জানায়, অন্যান্য ম্যাচের মতো স্বাভাবিক উচ্ছ্বাস তারা প্রকাশ করবেন না, কারণ খেলার আগে জীবন। ওই সমর্থকের পরিবারের প্রতি সমবেদনাও জানায় তারা।
অসুস্থ সমর্থককে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় আধ ঘণ্টা পরে। ততক্ষণ পর্যন্ত গ্যালারিতে সমর্থকেরা গান গাননি বা চিৎকার করেননি। পরে কণ্ঠের আওয়াজ তোলা হলেও তা ছিল স্বাভাবিকের তুলনায় কম। বায়ার্ন মিউনিখ পরে বিবৃতিতে জানায়, ম্যাচ শেষ হওয়ার ঘণ্টাখানেক পরে তারা জানতে পারে, হাসপাতালে নেয়ার পথে দুনিয়া ছেড়ে গেছেন ওই সমর্থক। তার পরিবার ও স্বজনদের শোকে নিজেরাও অংশ হওয়ার কথা জানায় ক্লাব। ৬৭তম মিনিটে জামাল মুসিয়ালার হেডে ম্যাচের একমাত্র গোলটি হয়। তখন উল্লাস-উদাযাপন হয়েছে। তবে বাকি সময়টায় আবহ ছিল ম্লান।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status