বিনোদন
সালমানের পর এবার হুমকি পেলেন বিক্রান্ত মাসে
বিনোদন ডেস্ক
(১ মাস আগে) ৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৫১ অপরাহ্ন
একের পর এক হুমকি পাচ্ছেন সুপারস্টার সালমান খান। বিষয়টিকে কেন্দ্র করে বলিউডের আবহ বেশ থমথমে। এর মাঝেই এবার হত্যার হুমকি পেলেন অভিনেতা বিক্রান্ত মাসে। তার আসন্ন সিনেমা ‘দ্য সবরমতী রিপোর্ট’-কে ঘিরে বিতর্কের সূত্রপাত। ২০০২ সালে গোধরা-কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি হয় এই সিনেমা। বিক্রান্তের দাবি, সম্পূর্ণ সঠিক তথ্যের উপর নির্ভর করে তৈরি হয়েছে এই ছবি। অভিনেতাকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে। তিনি বলেন, একের পর এক হুমকিবার্তা পাচ্ছি আমি। আমরা ছবির গোটা টিম বিষয়টি দেখছি এবং জোট বেঁধে সামাল দিচ্ছি। আমরা শিল্পী। আমরা গল্প বলি। ছবি পুরোপুরি তথ্য ভিত্তিক। অভিনেতা আরও বলেন, এই ছবি এখনও মুক্তি পায়নি। তাই আগে থেকেই কোনও ধারণা তৈরি করে ফেলা ঠিক নয়। এই ছবির ঝলক মুক্তির দিন বিক্রান্তকে প্রশ্ন করা হয়, এই ঘটনা নিয়ে বহু বিতর্ক রয়েছে। নানা দিক উঠে এসেছে। কেন এমন একটি বিতর্কিত বিষয়ভিত্তিক ছবিতে অভিনয় করতে রাজি হলেন তিনি? বিক্রান্তের হয়ে এই প্রশ্নের উত্তর দেন ছবির প্রযোজক একতা কাপুর। তিনি বলেন, এই ঘটনার সূত্রপাত কী ভাবে হয়েছিল, তা নিয়ে বিশেষ আলোচনা হয়নি। তাই সেই দিকটিই তুলে ধরার দিকে জোর দেওয়া হয়েছে এবং পুরোটাই তথ্যের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। কোনও এক পক্ষের মতামতের জায়গা নেই। তার কথায়, এই ছবিতে কোনও ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করা হয়নি। এক জন গল্পকারের দক্ষতা তো এখানেই! এই ছবির জন্য কোনও রাজনীতিবিদ বা নেতারও পরামর্শ নিইনি। আমি কোনও দলের সঙ্গে যুক্ত নই। ধীরজ শর্মা পরিচালিত এই ছবিতে রয়েছেন রাশি খান্না ও ঋধি ডোগরা। ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।